শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাষা শহীদদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে ব্যর্থ রাষ্ট্র: জামায়াত আমির ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বৈঠক: ঐক্যমত্য হলো না বাজার: বোতলজাত সয়াবিনের সংকট, বেড়েছে লেবুর দাম গণতান্ত্রিক শক্তিকে সার্বক্ষণিক সজাগ থাকতে হবে: তারেক রহমান বাংলাদেশের পক্ষে সেমিফাইনালে ওঠার সমীকরণ ২৬ ফেব্রুয়ারির মধ্যে নতুন দলের নাম ঘোষণা একুশের প্রথম প্রহরে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন অমর একুশে ফেব্রুয়ারি আজ হৃদয়ের বীরোচিত সেঞ্চুরিতে ২২৮ রানের পুঁজি বাংলাদেশের সচিবালয়ে প্রবেশে নতুন নীতিমালা উত্তরায় চীনা নাগরিককে হত্যার পর বিদেশ পালালেন সহকর্মীরা অপারেশন ডেভিল হান্টে আরও ৪৯২ জন গ্রেফতার দিনদুপুরে কুপিয়ে টাকা নিল ছিনতাইকারী, অনিশ্চয়তায় শিক্ষাজীবন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত : বিজিবি প্রধান সাবেক গভর্নর আতিউর ও অর্থনীতিবিদ বারাকাতের বিরুদ্ধে মামলা ঢাকায় জাকাত মেলা শুরু শনিবার চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা অর্থ পাচার: বেনজীর ও তার স্ত্রী-কন্যাদের নামে মামলা এবার ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসর ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

সচিবালয়ে প্রবেশে নতুন নীতিমালা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

সচিবালয়ে প্রবেশে আরও কঠোর হচ্ছে সরকার। আগের চেয়ে বেশি নিরাপত্তা জোরদার করাসহ কার্ড রিডার স্ক্যানিং ব্যবহার ও অত্যাধুনিক পদ্ধতি সংযুক্ত করে নতুন নীতিমালা প্রণয়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

একই সঙ্গে দর্শনার্থীদের যে মন্ত্রণালয়/বিভাগে প্রবেশের অনুমতি পাবেন শুধুমাত্র সেখানেই যেতে পারবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সচিবালয় ত্যাগ করবেন।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি স্বাক্ষরিত সচিবালয়ে প্রবেশ নীতিমালা ২০২৫ থেকে এসব তথ্য জানা গেছে।

নতুন নীতিমালায় যেসব বলা হয়েছে, কার্ডধারী কর্মকর্তা/কর্মচারী সচিবালয়ে প্রবেশের পূর্বে দেহ আর্চওয়ে, মেটাল ডিটেক্টরের মাধ্যমে এবং তাদের সঙ্গে থাকা ব্যাগ/বস্তু ব্যাগেজ স্ক্যানারে মাধ্যমে স্ক্যান করবেন। কার্ডধারীরা গেটে প্রবেশের সময় কেবল কার্ড রিডার স্ক্যানিং ব্যবহার করে সুনির্দিষ্ট গেটের মাধ্যমে প্রবেশ করবেন। কার্ডধারীরা গাড়ি নিয়ে প্রবেশ করার পূর্বে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে কার্ড স্ক্যান করে প্রবেশ করবেন। 

নীতিমালায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্টরা প্রাপ্ত কিউআর কোডটি সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে গেটে স্থাপিত কিউআর কোড রিডারের মাধ্যমে স্ক্যান করলে মনিটরে প্রদর্শিত ছবি ও তথ্যাদি মিল সাপেক্ষে প্রবেশের অনুমতি পাবেন। 

কিউআর কোডধারীদেরও গাড়ি নিয়ে প্রবেশ করার আগে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে প্রবেশ করবেন।  

প্রযুক্তিগত পরিবর্তন সাপেক্ষে উপযুক্ত অন্য কোনও পদ্ধতি প্রবেশ ও বহির্গমনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। দর্শনার্থী যে মন্ত্রণালয়/বিভাগে প্রবেশের অনুমতি পাবেন তিনি শুধু সেখানেই যেতে পারবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সচিবালয় ত্যাগ করবেন। প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান ও বহির্গমন নিয়ন্ত্রণ করা যাবে।

স্ক্যানার, আর্চওয়ে, মেটাল ডিটেক্টর, সিসিটিভি, আন্ডার ভেহিক্যাল সার্ভিল্যান্স সিস্টেম, ভেপার ডিটেক্টর/ ডগ স্কোয়াড ইত্যাদির মাধ্যমে ব্যক্তি/বস্তু/যানবাহন প্রশিক্ষিত নিরাপত্তা কর্মী দ্বারা তল্লাশি নিশ্চিতকরণ। স্টিকার সম্বলিত/অনুমোদিত যানবাহন কারিগরি যন্ত্রপাতির সাহায্যে তল্লাশিপূর্বক প্রয়োজনীয় তথ্যাদি সংরক্ষণ করা।  

এছাড়া নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যে কোনও প্রকারের অস্ত্র/আগ্নেয়াস্ত্র/ব্যক্তিগত লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র/বিস্ফোরক দ্রব্যসহ কোনও ব্যক্তি সচিবালয়ের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তদের লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র কর্তৃপক্ষ কর্তৃক প্রবেশ গেটে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা স্থাপনের পর নিরাপত্তা হেফাজতে রাখতে পারবেন। তবে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত জনবলের জন্য ইস্যু করা সরকারি অস্ত্র নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।  

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com