করোনা প্রতিরোধে দেশব্যাপী ঘোষিত লকডাউনেও সচল রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর।বন্দর দিয়ে ব্যবসায়ী ও চিকিৎসা ভিসার যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
তবে বুধবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ, বৃহস্পতিবার ভারতে পহেলা বৈশাখ ও পরদিন শুক্রবার থাকায় এ তিনদিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরের রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
তিনি বলেন, দেশব্যাপী এক সপ্তাহের লকডাউনে আখাউড়া স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি স্বাভাবিক থাকবে। পণ্যবাহী গাড়ি লকডাউনের আওতামুক্ত থাকায় রফতানিতে কোনো সমস্যা হবে না। তবে বুধবার(১৪ এপ্রিল) পহেলা বৈশাখ, বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভারতে পহেলা বৈশাখ এবং পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি কারণে এ তিনদিন বন্দর বন্ধ থাকবে। শনিবার সকাল থেকে যথারীতি আমদানি-রফতানি শুরু হবে।
তিনি আরও বলেন, এ স্থলবন্দর দিয়ে শুঁটকি, হিমায়িত মাছ, সিমেন্ট, সয়াবিন, প্লাস্টিক পণ্য, কয়লাসহ প্রায় ৪২ পণ্য রফতানি হয়।
বাংলা৭১নিউজ/আরকে