টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ওসমান (২৮) নামের এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে ধনবাড়ী উপজেলার হাসমত আলীর ছেলে। শুক্রবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার প্রতিমা বংকী পল্লীবিদ্যুৎ সাব-স্টেশনের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই পল্লী বিদ্যুতের নিওট্রাল তার টাঙানোর কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এক পর্যায়ে দুই শ্রমিক বিদ্যুতায়িত হয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসে। পাশ্ববর্তী প্রতিমা বংকী পল্লীবিদ্যুৎ সাব-স্টেশনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে তাদের উদ্ধার করা হয়। গুরুতর আহত ওসমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানা পুলিশ পরিদর্শক এ এইচ এম লুৎফুল কবির বলেন, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলা৭১নিউজ/এমকে