বাংলা৭১নিউজ, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাককে একটি পিকআপ ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রুবিয়া বেগম ও তার ছেলে আরাফাত। আহত হয়েছেন রুবিয়ার স্বামী হাসিবুর রহমান।
স্থানীয়রা জানান, ভোরে একটি পিকআপ ভ্যান হরিদাসপুর যাচ্ছিল। বিজয়পাশা এলাকায় আসার পর পিকআপটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা রুবিয়া ও তার ছেলে আরাফাত নিহত হয়। আহত হয় হাসিবুর রহমান। গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
ভারী কুয়াশার কারণে দেখতে না পেয়ে পিকআপটি সজোরে ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়দের ধারণা।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আব্দুস সোবহান জানান, নিহতদের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এন