রাজধানীসহ দেশের বেশ কয়েকটি স্থানে সকাল থেকেই বৃষ্টি হয়েছে। সকালের দেড় ঘণ্টার এই বৃষ্টিতে ঢাকায় ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময় সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলায়। গত ২৪ ঘণ্টায় ওই অঞ্চল জুড়ে সর্বোচ্চ ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
ফলশ্রুতিতে ঢাকা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ও রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা খুলনা বিভাগের মোংলায় ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
শনিবার (১১ মে) এসব তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক।
তিনি বলেন, রাজধানীতে সকালে দেড় ঘণ্টার বৃষ্টিতে ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ফলে আজ ঢাকার তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে। তবে পরবর্তী ৭২ ঘণ্টায় আবারও সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত, পশ্চিমা লঘুচাপের ফলে সৃষ্ট কালবৈশাখীর প্রভাবেই রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে, আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে পরবর্তী ৭২ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।
এতে আরও বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
প্রসঙ্গত, আবহাওয়া অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, কোনও অঞ্চলে ২৪ ঘণ্টায় ১-১০ মিলিমিটার বৃষ্টিপাতকে হালকা, ১১-১২ মিলিমিটার বৃষ্টিপাতকে মাঝারি, ২৩-৪৩ মিলিমিটার বৃষ্টিপাতকে মাঝারি ধরনের ভারি, ৪৪-৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারি এবং ৯৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে অতি ভারি বৃষ্টিপাত হিসেবে গণ্য করা হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ