বাংলা৭১নিউজ,(ময়মনসিংহ)প্রতিনিধি: কুয়াশার কারণে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ময়মনসিংহ-ফুলপুর মহাসড়কে উপজেলার শশার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম জানা গেছে; তিনি হলেন রুবেল মিয়া (২৩)। তার বাড়ি তারাকান্দা উপজেলার আউটদার গ্রামে। তবে তাৎক্ষণিকভাবে বাকিদের নাম পরিচয় জানা যায়নি।
তারাকান্দা থানার ওসি মিজানুর রহমান জানান, সকালে যাত্রী নিয়ে অটোরিকশাটি ময়মনসিংহে যাচ্ছিল। শশার বাজার এলাকায় হালুয়াঘাটগামী একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও দুই যাত্রীর মৃত্যু হয়।
ঘন কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/এফআর