বাংলা৭১নিউজ, ডেস্ক: আশুগঞ্জ থেকে এলেঙ্গা পর্যন্ত গ্যাস লাইনে সংস্কার কাজের জন্য টাঙ্গাইল, শেরপুর, জামালপুর ও কিশোরগঞ্জের বেশ কিছু এলাকায় ছয় দিনের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
টানা ছয় দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকার খবরে শেরপুরের বাসিন্দারা রান্নার বিকল্প ব্যবস্থা হিসেবে মাটির চুলা, জ্বালানি কাঠ, কেরোসিনের স্টোভ ও গ্যাস সিলিন্ডার সংগ্রহ করেছেন।
সেইসাথে কেরোসিন তেল ও লাকড়ি (জ্বালানি কাঠ) ক্রয়ের জন্য ভুক্তভোগি গ্রাহকরা সংশ্লিষ্ট দোকানগুলোতে ভিড় করেছেন। সীমাহীন দূর্ভেোগের কথা তুলে ধরে অনেকেই অভিযোগ করেছেন, ঈদের রেষ না কাটতেই এভাবে গ্যাস বন্ধ করে দেয়াটা ঠিক হয়নি।
তবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক (জনসংযোগ) মোহাম্মদ শাহজাহান বলেন, শুক্রবার সকাল ৭টা থেকে ওই এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি জানান, শেরপুর জেলা শহর, টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাস ও গোপালপুর উপজেলা, কিশোরগঞ্জ জেলা শহর, জামালপুর জেলা শহর, সরিষাবাড়ি উপজেলা ও তারাকান্দি ইউনিয়নে বুধবার পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গত কয়েকদিন ধরে তিতাসের পক্ষ থেকে মাইকিং করে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি।
শাহজাহান বলেন, “আশুগঞ্জ থেকে এলেঙ্গা পর্যন্ত ১২৫ কিলোমিটার পাইপলাইনের সংস্কার কাজ শেষ হলে আগামী ২১ সেপ্টেম্বর আবার গ্যাস সরবরাহ শুরু হবে।”
শহরের বাসিন্দা শায়লা আক্তার বলেন, “গ্যাসের চুলায় রান্না করে অভ্যস্ত হয়ে গেছি। ছয় দিন গ্যাস থাকবে না। তাই লাকড়ি ও মাটির চুলা সংগ্রহ করে রান্নার আয়োজন করছি।”
বাংলা৭১নিউজ/এসএম