বাংলা৭১নিউজ, ঢাকা: ঈদের ছুটির ১৬ দিন মুলতবির পর আজ আবার বসছে দশম সংসদের চলতি একাদশ (বাজেট) অধিবেশন। বিকেল সাড়ে ৫টায় অধিবেশন শুরু হবে।
গত ১ জুন এ অধিবেশন শুরু হলে ২ জুন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সংসদে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩,৪০,৬০৫ কোটি টাকার বাজেট পেশ করেন। ওইদিন অর্থমন্ত্রী ২০১৫-১৬ অর্থবছরের সম্পূরক বাজেটও পেশ করেন।
গত ৩০ জুন সংসদে নির্দিষ্টকরণ বিল পাসের মধ্য দিয়ে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পাস করা হয়। ওই দিনই অধিবেশন মুলতবি করা হয়। এর আগে বিদায়ী অর্থবছরের সম্পূরক ও নতুন অর্থবছরের বাজেটের ওপর ২০ কার্যদিবস সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ সরকারি ও বিরোধী দলের ২৪৬ সংসদ সদস্য এ আলোচনায় অংশ নেন।
চলতি অধিবেশনে এ পর্যন্ত বেশ কয়েকটি সরকারি বিলও পাস হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সংসদ নেতা বেশ কিছু জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুর ওপর বক্তব্য দেন।
সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভার সিদ্ধন্ত অনুযায়ী সংসদের চলতি অধিবেশন আগামী ২৮ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে।
বাংলা৭১নিউজ/সিএইস