বাংলা৭১নিউজ,ঢাকা: কোটা পদ্ধতি নিয়ে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলতে পারেন। এ জন্য সবাইকে ধৈর্য ধারণ করতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে এ কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সরকারি চাকরিতে কোটা ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনাসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন গড়ে তুলেছে শিক্ষার্থীরা। সোমবার এক মাসের জন্য আন্দোলন স্থগিত করলেও ২৪ ঘণ্টার মধ্যে আবার আন্দোলনে ফেরে শিক্ষার্থীরা।
এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাজধানীতে সড়কে অবস্থান নিয়েছে বুধবার।
আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছ থেকে কোটা সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য দাবি করা হয়। সাত দিনের মধ্যে এই বক্তব্য দিতে সময় বেঁধে দেয় আন্দোলনকারীরা। ততদিন আন্দোলন চলবে বলে জানায় তারা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সংসদে আজ প্রথানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব আছে। দেখা যাক, সেখানে তিনি কী বলেন।’
বাংলা৭১নিউজ/জেএস