শনিবার, ০৪ মে ২০২৪, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তীব্র দাবদাহে মরছে মাছ, দিশেহারা চাষিরা ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে ১৫ জনের মৃত্যু ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, ‌আহত ৩৫ ১০ টাকা দিয়ে টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী বাবার মতো রাজনীতিতে নামছেন সোনাক্ষী? কোথায় বৃষ্টি কোথায় তাপপ্রবাহ, জানালো আবহাওয়া অধিদপ্তর হাওরে ধান কাটা উৎসবে মাতোয়ারা কৃষক ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প গ্রামীণফোনের এজিএমে ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা এ জে মোহাম্মদ আলীর মরদেহ ঢাকায়, সুপ্রিম কোর্টে জানাজা আজ পাকিস্তানে বাস খাদে পড়ে তিন নারীসহ নিহত ২০ সিলেটে আগাম বন্যার শঙ্কা, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানি গাজীপুরে ২ ট্রেনের সংঘর্ষ ২২ ঘণ্টা পরও শেষ হয়নি উদ্ধার অভিযান কানাডায় শিখ নেতাকে খুনের ঘটনায় ৩ ভারতীয় গ্রেফতার তামিম-হৃদয়ের ঝোড়ো ব্যাটিংয়ে দাপুটে জয়ে শুরু বাংলাদেশের বনানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৩ জন নিহত দেড় বছর পর শনিবার বিদ্যালয়ে ক্লাস, মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের গাজায় ইসরায়েলি হামলায় ৩৪৬২২ ফিলিস্তিনি নিহত দ্বাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য ৯৪০ প্রশ্ন

সংসদে কার্যকর বিরোধী দল না থাকায় বাজেটের আলোচনা হয় না -আকবর আলি খান

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১৭ জুন, ২০১৭
  • ১০৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা : দেশে কার্যকর বিরোধী দল নেই দাবি করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি বলেছেন, ‘বেশ বিছু দিন যাবত সংসদে কার্যকর কোনো বিরোধী দল নেই। আর এজন্য বাজেট নিয়ে তেমন কোনো আলোচনা হয় না। অর্থমন্ত্রণালয় বাজেট তৈরি করে আর প্রধানমন্ত্রী সেটা দেখে দেন।’ বাজেটের দুর্বলতা নিয়ে সংসদে আলোচনা হওয়া দরকার বলে মনে করেন তিনি।
আজ শনিবার সকালে রাজধানীর লেকশোর হোটেলে বাজেট সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এই সংলাপের আয়োজন করে।
নতুন ভ্যাট আইন প্রসঙ্গে আকবর আলি খান বলেন, ‘আমাদের দেশে বেশির ভাগ ব্যবসায়ী তাদের হিসাব প্রপারভাবে রাখেন না। বেশির ভাগই শিক্ষিত নন। তাহলে কিভাবে তারা এ হিসাব রাখবেন। এ ব্যাপারে কর্তৃপক্ষকে ভেবে দেখতে হবে।’
আকবর আলি খান প্রশ্ন রেখে বলেন, ‘রেলযোগাযোগের জন্য বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে তা হয়নি কেন। স্বাস্থ্যের জন্যতো আমাদের আলাদা চয়েজ নেই। এখানেতো অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই। কিন্তু রেলে না গিয়ে সড়কপথে যাওয়া যায়, নদীপথে যাওয়া যায়।’
এই অর্থনীতিবিদ বলেন, ‘আমাদের কোয়ালিটি শিক্ষা দিতে হবে। বিশেষ করে টেকনিক্যাল শিক্ষা ও মাদ্রাসা শিক্ষাব্যবস্থা উন্নতি করতে হবে।’

index

কৃষিক্ষেত্রে বাজেটে বরাদ্দ বাড়ানের তাগিদ দিয়ে বলেন, ‘অনেক সময় দেখা যায় কৃষক ন্যায্য দাম পায় না। তাদের জন্য আমাদেরকে প্রণোদনা দিতে হবে।’
আকবর আলি খান বলেন, ‘আমরা বিদেশিদের কাছে এনার্জিনির্ভর হয়ে যাচ্ছি। এটা আমাদের তিন থেকে চার বছর পর সমস্যা হিসেবে দেখা দেবে। আমাদের নিজস্ব গ্যাস উত্তোলন করতে হবে। নিজেদের এনার্জি উৎপাদনের দিকে জোর দিতে হবে।’
কি-নোট পেপারে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হলে বিদ্যু বিলের সঙ্গে ৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে। এছাড়া গ্যাসের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও ভ্যাট হার ১২ শতাংশ করার প্রস্তাব করেন তিনি।
বাজেট আলোচনায় উপস্থিত আছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান প্রমুখ।
বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com