বাংলা৭১নিউজ,ঢাকা: আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সংলাপ করতে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বিএনপি যাবে কিনা তা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার খালেদা জিয়ার রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের দলের চেয়ারপারসনের রায়ের পর সংলাপের সফলতা নিয়ে এখন জনমনেই প্রশ্ন সৃষ্টি হয়েছে। আর বিএনপি সংলাপে যাবে কিনা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেয়াকে সরকারের ইচ্ছার প্রতিফলন বলে মনে করছেন মির্জা ফখরুল।
বাংলা৭১নিউজ/এস এইস