বাংলা৭১নিউজ,ঢাকা: জাতীয় নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের সংলাপের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। সন্ধ্যায় ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভা শেষে এ প্রতিক্রিয়া দেয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের চেম্বারে অনুষ্ঠিত বৈঠকের ফাঁকে ব্যারিস্টার মওদুদ সাংবাদিকদের বিফ্রিং করেন।
তিনি বলেন, এখন পর্যন্ত সভায় যে সিদ্ধান্ত হয়েছে তা আপনাদেরকে জানাচ্ছি। প্রথম সিদ্ধান্তটি হচ্ছে, আজ জিয়া চ্যারেটিবল ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সাত বছরের কারাদন্ডের রায় হয়েছে। আমরা এই রায়ের নিন্দা জানাই।
আমরা আশা করছি সরকার খালেদা জিয়ার জামিনের সব বাধা পেরিয়ে তাকে মুক্তি দেয়ার ব্যবস্থা করবেন। দ্বিতীয়ত সরকারের মন্ত্রীদের মদতে রোববার এবং গতকাল পরিবহন ধর্মঘটের নামে সাধারণ মানুষের দূর্ভোগের নিন্দা জানাই। প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসার জন্য সম্মত হয়েছেন।
আমরা প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমাদেরকে যখন আনুষ্ঠানিকভাবে এই তারিখ জানানো হবে, আমরা তা জানলে আমন্ত্রণে সাড়া দেব।
বাংলা৭১নিউজ/এসএস