বাংলা৭১নিউজ,ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের দাবিকে নাকচ করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ঐক্যফ্রন্টের যে সাত দফা দাবী তা অবাস্তব ও অপ্রয়োজনীয়। ফলে তাদের দাবি মানারও কোনো যৌক্তিকতা নেই। নির্বাচনের আগে এসব নিয়ে সংলাপের সময়ও হাতে নেই।
সোমবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানের সময় এসব কথা বলেন তিনি।
কাদের বলেন, নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী আগামী মাসের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাবে। নির্বাচনের আগে আর বেশি সময় হাতে নেই। এইঅল্প সময়ের মধ্যে সংলাপ করার মতো যেমন পর্যাপ্ত সময় নেই, তেমনি সংলাপের বাস্তব কোনো কারণও নেই।
তাই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে সংলাপের দাবি অবাস্তব, অযৌক্তিক ও অপ্রয়োজনীয়। আর দেশে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যে সংলাপে বসতেই হবে।
বাংলা৭১নিউজ/এসএইস