শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অসহায় শীতার্তদের মাঝে রূপালী ব্যাংকের কম্বল বিতরণ গাছ খারাপ বলে কাটা পড়েছে কিন্তু আগাছা রয়ে গেছে : জামায়াত আমির ৫ মাসের কার্যক্রম নিয়ে অসন্তুষ্টি আছে: নুর ইসরায়েলি মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন ঢাকায় দুর্বৃত্তের গুলিতে পরিবহন নেতা আহত পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: উপদেষ্টা ‘সংবাদ চুরি করে চালানো গণমাধ্যম বন্ধ করে দেওয়া উচিত’ সিলেটকে বড় ব্যবধানে হারিয়ে সেরা চারে রাজশাহী নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিলেন সারজিস প্রসূতিকালীন সতর্কতা: যেসব রোগ দেখা দিতে পারে দহগ্রামে কী করছে বিএসএফ, বাংলাদেশিরা কেন আতঙ্কে? ঘুসের দিকে হাত বাড়ালে তা ভেঙে দেওয়া হবে: ডা. শফিকুর রহমান চট্টগ্রামের মহাসড়কে বাইক দুর্ঘটনায় নিহত ৩ বন্ধু দুর্নীতির মামলায় ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে রাজশাহী শেখ হাসিনার বিরুদ্ধে আরেক হত্যা মামলা টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবিরে আগুনে পুড়েছে তিন শতাধিক বসতঘর সাইফের ওপর হামলাকারীকে আটক করেছে পুলিশ লেবানন সফরে ম্যাক্রোঁ, নতুন সরকার প্রতিষ্ঠায় সহায়তার প্রতিশ্রুতি খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন চিকিৎসক

‘সংবাদ চুরি করে চালানো গণমাধ্যম বন্ধ করে দেওয়া উচিত’

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

অন্যের সংবাদ চুরি করে যেসব কথিত গণমাধ্যম চলে, সেগুলো বন্ধ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (১৭ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই এর ব্যানারে ‘গণমাধ্যম সংস্কার প্রস্তাব: নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। 

এ সময় তিনি বলেন, আমাদের কপিরাইট এনফোর্সমেন্ট খুবই জরুরি। এ বিষয়ে সব সাংবাদিকদের জোরালোভাবে কথা বলতে হবে। আপনি দুই মাস খেটে একটা নিউজ করলেন, সেটা অন্য কোনো নিউজ পোর্টাল এক সেকেন্ডে কপি করে ফেলল। আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা ছবি তুললেন, সেটা একটা বড় পত্রিকায় আপনার অনুমতি ছাড়া প্রকাশ করে ফেলল। আপনাকে কপিরাইট এনফোর্সমেন্ট দিতে হবে। কারণ এটি আপনার আয়ের উৎস।

যারা সংবাদ চুরি করে সংবাদ মাধ্যম চালান, তাদের বন্ধ করে দেওয়া উচিত মন্তব্য করে শফিকুল আলম বলেন, যারা এ চুরি করে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া উচিত। প্রেস কাউন্সিল অনেক কথা বলে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি অনেক কথা বলে, নোয়াব অনেক কথা বলে। এই প্রতিষ্ঠানগুলোর উচিত যারা এরকম চুরি করছে, তাদের বন্ধ করে দেওয়া। এই চুরি করার কারণে আপনার আমার বেতনটা কমে যাচ্ছে। কপিরাইট ইনফোর্সমেন্ট আমাদের দেশে নাই বলে সবাই চুরি করে।

জার্নালিজম করতে হলে পয়সা খরচ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, আপনাকে সাংবাদিকদের বেতন দিতে হবে। জার্নালিস্টদের রক্ত এত সহজ না। জার্নালিস্টদের নিয়ে যারা কাজ করেন, তাদের সত্যিকার অর্থে এই বিষয়টি দেখা উচিত।

সাংবাদিকদের উদ্দেশ্যে প্রেস সচিব বলেন, আমাদের গার্মেন্টস সেক্টরের কর্মীরা যদি তাদের বেতনের জন্য এত বড় ফাইট করতে পারে, আপনারা কেন পারবেন না। আপনি যে সংবাদমাধ্যম চালান না কেন, সেখানে আপনাকে ভালো সাংবাদিক রাখতে হবে এবং মিনিমাম মজুরি দিতে হবে।

সভায় যুক্তরাজ্য দূতাবাসের প্রেস মিনিস্টার ও জ্যেষ্ঠ সাংবাদিক আকবর হোসেন বলেন, ৫ আগস্টের পরে আমরা অনেক পরিবর্তনের কথা বলছি। আমরা গার্মেন্টস সেক্টরে ন্যূনতম মজুরির কথা বলছি। কিন্তু কয়টা মিডিয়ায় এই মানদণ্ড আছে? ওয়েজবোর্ড যেটা আছে সেটা শুধু পত্রিকার জন্য।

আলোচনা সভায় ১৩টি প্রস্তাবনা উত্থাপন করা হয়। প্রস্তাবনাগুলো হচ্ছে- গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ, গণমাধ্যমে নৈতিকতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠা, সরকারি নিয়ন্ত্রণ রোধে স্বতন্ত্র গণমাধ্যম কমিশন গঠন, মালিকানা ও অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিতকরণ, সাংবাদিকদের নিয়োগ প্রক্রিয়া ও চাকরির নিরাপত্তা, বেতন কাঠামোর সংস্কার, সাইবার নিরাপত্তা আইনের সংস্কার, সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়ন, বাজেটে গণমাধ্যমের জন্য বরাদ্দ রাখা, গণমাধ্যম নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ, আঞ্চলিক ও বিকল্প গণমাধ্যমের উন্নয়ন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণ এবং জনগণের অংশগ্রহণ বৃদ্ধি করা।

সভায় আরও বক্তব্য রাখেন ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম চাই এর মুখপাত্র প্লাবন তারিক, আহ্বায়ক জয়নাল আবেদীন শিশির, সাইবার অ্যাক্টিভিস্ট আব্বাস উদ্দিন নয়ন, আইনজীবী মোল্লা ফারুক এহসান এবং উত্তরা ইউনিভার্সিটির প্রভাষক মাহবুব আলম প্রমুখ।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com