শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার! হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী লামায় অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্তদের পাশে উপদেষ্টা-প্রশাসন নসরুল হামিদের ৩৬ কোটি টাকার সম্পদ, অস্বাভাবিক লেনদেন ৩১৮১ কোটি তিন উপদেষ্টাকে বিপ্লবী হতে বললেন সারজিস আলম জামিন নামঞ্জুর, কারাগারে আওয়ামী লীগ নেতা বলরাম ফায়ার ফাইটার নিহতের ঘটনায় শাহবাগ থানায় মামলা কোরিয়া থেকে ৬৯৩ কোটি টাকার এলএনজি কিনবে সরকার সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের দুর্নীতির অনুসন্ধান শুরু কনস্টাসকে ধাক্কা দেওয়ায় কোহলিকে আইসিসির শাস্তি শেখ হাসিনা-শেখ রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সচিবালয়ে অগ্নিকাণ্ডে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি ফখরুলের ১১ বছর পর দেশে ফিরছেন ব্যারিস্টার রাজ্জাক যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত প্রাণ এএমসিএলের ৩২ শতাংশ লভ্যাংশ অনুমোদন সেতু মন্ত্রণালয় থেকে বাদ যাচ্ছে ১১১৮৬ কোটি টাকার অপ্রয়োজনীয় ব্যয় বিমানের সিটের নিচে মিলল ২০ সোনার বার, যাত্রী আটক ‘পিলখানা হত্যায় নিরপেক্ষ থেকে ষড়যন্ত্র চিহ্নিত করা হবে’ চোখের জলে এক বীরকে বিদায় দিল ফায়ার সার্ভিস

সংঘের শিল্পীদের অমানবিক কর্মের দায় নেবেন না সাধারণ শিল্পীরা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫ বার পড়া হয়েছে

টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’র সংস্কার চেয়ে এক হয়েছেন সংগঠনটির সাধারণ সদস্যরা। বর্তমান কমিটির নেতাদের সাড়া না পেয়ে উল্টো সদস্যদের ‘অ-সদস্য’ বলে বৈষম্য তৈরি করেছেন বলে অভিযোগ উঠেছে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। সংগঠনের সংস্কার চেয়ে আজ (০৭ সেপ্টেম্বর) শনিবার সকাল ১১টায় এক হয়েছেন শিল্পীরা। দীর্ঘ সময় ধরে চলা তাদের আলোচনা থেকে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তের খবর পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে ঘটনাস্থল থেকে কয়েকজন সদস্য জানিয়েছেন, বেশ কয়েকটি ইস্যু নিয়ে এক হয়েছেন তারা। সেসবের মধ্যে রয়েছে নতুন কমিটি গঠন। তাদের দাবি, সভাপতি আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসানের নেতৃত্বের কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। নতুন আরও একটি বছর শেষ হওয়ার পথে, তবু কেন নির্বাচন দেওয়া হচ্ছে না।

এ ছাড়া শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়ে বিবৃতি দেওয়া এবং আলোচিত আলো আসবেই গ্রুপে সক্রিয় ভূমিকা রাখাসহ নানান বিষয়ে সিদ্ধান্ত নিতে এক হয়েছেন তারা। বৈঠকে উপস্থিত হয়েছেন আজমেরী হক বাঁধন, এফ এস নাঈম, শ্যামল মাওলা, কাজী নওশাবা, মৌসুমী হামিদ, খায়রুল বাসার, মনোজ প্রামাণিক, সিয়াম নাসির প্রমুখ।

এর আগে শিল্পীদের উদ্দেশে এক বার্তা দিয়ে সবাইকে একত্র হওয়ার আহ্বান জানানো হয়। সেখানে বলা হয়, আজ সকাল ১১টায় সকল দৃশ্যমাধ্যমের সাধারণ পেশাদার অভিনয়শিল্পীরা বসছি গ্রাউন্ড জিরোতে। চাইলে আপনারাও আসতে পারেন। আমরা বিভেদ করবো না। আমরা কথা বলব দেশের সকল দৃশ্যমাধ্যম পেশাদার অভিনয়শিল্পীর সঙ্গে, অনলাইনে বা সরাসরি। আমরা আমাদের কথাগুলো, প্রশ্নগুলো, পরিকল্পনাগুলো এবং সিদ্ধান্তগুলো জানাবো আজ।

ওই সভা থেকে সোহেল মন্ডর বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলতে চাই। সেটা শিল্পী সংঘের সদস্য বা অসদস্যর বৈষম্য রাখতে চাই না। শিল্পী হিসেবে পরস্পরের মধ্যে সংলাপ করতে চাই আমরা।’ খায়রুল বাসার বলেন, ‘এই সময়ে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে তাতে আমরা ব্যথিত কিছু শিল্পীর কথাবার্তা, আচরণ ও স্টেটমেন্টে। তাদের অমানবিক কাজের দায় আমাদের নিতে হচ্ছে। সেটা আমরা নিতে চাই না। আমরা সংস্কার চাই। আমাদের পর্যাপ্ত গবেষণা আছে, সবকিছু রেডি আছে। আমরা ১০ তারিখ পর্যন্ত সময় দিচ্ছি আলোচনায় বসার জন্য।’

তারা জানান, অভিনয়শিল্পী সংঘের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে সাধারণ পেশাদার অভিনয়শিল্পী হিসেবে বসতে চেয়েছেন তারা। কিন্তু তারা কেবল কাগজ-কলমের দোহাই দিয়েছেন। তারা জানান, আমরা সবাই পরস্পরের পরিচিত মুখ, তারপরও তারা ‘সদস্য’ এবং ‘অসদস্য’ বলে বৈষম্য তৈরি করেছেন।

আমাদের শুধু এতটুকুই চাওয়া ছিল, সুস্থ কাজের পরিবেশ, যে পরিবেশে কোন রাজনৈতিক ক্ষমতার আভাস থাকবে না, যে পরিবেশে প্রতিটা অভিনয়শিল্পীর স্বকীয়তা থাকবে, যে পরিবেশে শিল্পী ও শিল্পের ওপর থাকবে না কোন ফ্যাসিস্ট-এর প্রভাব, যার একতরফা সিদ্ধান্তের ক্ষতিপূরণ গোটা শিল্পীসমাজ আজ বহন করছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com