বাংলা৭১নিউজ,(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে সঞ্জব আলী (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দৌলতপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধ দৌলতপুর দক্ষিণপাড় গ্রামের মৃত হেকিম উল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে ওই গ্রামের তাজুল মিয়া ও এমরানের মধ্যে সোমবার রাত সাড়ে ১২টার দিকে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে বৃদ্ধ সঞ্জব আলী ঝগড়া থামাতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তবে এক পক্ষের দাবি সঞ্জব আলীকে মারা হয়েছে। অন্য পক্ষ বলছে সে স্ট্রোক করে মারা গেছে।
বাহুবল মডেল থানার ওসি কামরুজ্জামান জানান, সংঘর্ষ চলাকালে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে আঘাতে নাকি স্ট্রোকে তার মৃত্যু হয়েছে তা জানার জন্য লাশের ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে লাশ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসআর