পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর কাকরাইলে হামলার শিকার হয়েছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ১০ সাংবাদিক। পুলিশের কাঁদানে গ্যাস এবং বিক্ষুব্ধ জনতার ইটপাটকেলে তারা গুরুতর আহত হন।
শনিবার (২৮ অক্টোবর) দুপুরে কাকরাইলে বিএনপির মহাসমাবেশ বিষয়ক সংবাদ সংগ্রহের সময় আহত হন তারা।
কাকরাইলে হামলায় আহত হন মাল্টিমিডিয়া জার্নালিস্ট মারুফ হাসান। হামলার পর তাকে উদ্ধার করে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নেওয়া হয়েছে। সেখানে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি পলিটিক্যাল নিউজবিডি নামক একটি অনলাইনে কাজ করেন।
এ ছাড়া, সংবাদ সংগ্রহকালে আরও আহত হন বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক সালমান তারেক শাকিল, বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট জাফর আহমেদ, দৈনিক কালবেলার রাফসান জানি, মাল্টিমিডিয়া রিপোর্টার আবু সালেহ মুসা, মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রুবেল ও মাল্টিমিডিয়া রিপোর্টার তৌহিদুল ইসলাম তারেক, সময় টিভির আহমেদ সালেহীন এবং দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া জার্নালিস্ট শেখ নাসির। এ ছাড়াও, রাজু আহমেদ নামে আরও এক সাংবাদিকের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
একইসঙ্গে সময় টেলিভিশনের গাড়িতে ভাঙচুর ও দৈনিক মানবকণ্ঠের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।
এদিকে, পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সিনিয়র সাংবাদিকরা।
বাংলা৭১নিউজ/এসএইচবি