বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিএনপির ত্রাণ তহবিলে ২ লাখ টাকা দিলেন খালেদা জিয়া নিবন্ধন প্রথা বাতিল, সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব চায় জামায়াত তরুণদের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নের আহ্বান আসিফ মাহমুদের রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী পিএসসির নতুন চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম সা‌বেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে দুদ‌কের ৫ মামলা শেখ হাসিনা প্রসঙ্গে যা বললো মার্কিন পররাষ্ট্র দপ্তর হামাস-হিজবুল্লাহর ২৩০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল চিনি আমদানিতে কমলো ১৫ শতাংশ শুল্ক-কর সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জামিন মঞ্জুর হারুনসহ ৩ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর সরকারি চাকরির বয়স দুই বছর ৩৫, স্থায়ীভাবে ৩৩ করার দাবি বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি ঘটনারই বিচার হবে: ফখরুল মিয়ানমার থেকে টেকনাফে ঢুকল আরও ৩৭ রোহিঙ্গা নাসরাল্লার দুই উত্তরসূরিকে হত্যার দাবি ইসরায়েলের পুলিশের কাজে গতি ফেরাতে ৫০ গাড়ি, হস্তান্তর ১০ থানায় লেবানন থেকে ফিরতে ১১ অক্টোবরের মধ্যে আবেদন করার আহ্বান যমুনা ব্যাংকের পর্ষদ সভা ১৭ অক্টোবর ‘বাংলাদেশ জাতিসংঘের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ’ প্রধান উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

‘সংগীতের বিভিন্ন শাখায় গবেষণার জন্য বৃত্তি দেবে সরকার’

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৩৫ বার পড়া হয়েছে

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, রবীন্দ্র, নজরুল ও লোকসংগীতসহ সংগীতের প্রত্যেকটি শাখায় গবেষণার জন্য বৃত্তি দিতে যাচ্ছে সরকার। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এটি চালু হবে। এ ছাড়া শিগগিরই বাউল ও লোকগানের একটি সংগ্রহশালা করার পদক্ষেপ নেওয়া হবে।

আজ শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রশিক্ষণ কক্ষে আয়োজিত ‘বিশ্ব সংস্কৃতিতে বাংলাদেশের বাউল ও লোকদর্শন’ শীর্ষক সেমিনার ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সেমিনার ও কর্মশালাটি আয়োজন করে বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, লালন সাঁইজির গান গাওয়ার সময় শিল্পীরা মাথা নত করে বুকে হাত দিয়ে গান গায়। পৃথিবীর আর কোনো গানে এই শ্রদ্ধা ও মমত্ববোধ সচরাচর দেখা যায় না। তিনি বলেন, ভারতবর্ষ একটি বৈচিত্র্যময় অঞ্চল। নানা ধরনের সংস্কৃতির মিশ্রনে এই অঞ্চল বিকশিত হয়েছে। অতি প্রাচীনকাল থেকেই বাংলার মানুষ ভক্তি, প্রেম, বিনয় ও ভাববাদে বিশ্বাসী হয়ে তাদের জীবন পরিচালনা করে আসছে।

বাংলা একাডেমির উপপরিচালক ও লোকসংস্কৃতিবিদ ড. তপন বাগচী বলেন জাতি, ধর্ম, অঞ্চল, ভাষা, বর্ণ নির্বিশেষে মানুষকে ভালোবাসার কথা বলেছেন বাউলরা। তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, পৃথিবী একদিন বাউলের আদর্শ অনুযায়ী ভেদাভেদহীন পৃথিবী হবে। লালনের জাল গানের বিষয়ে সচেতন করে তিনি বলেন, ৫০০ থেকে ৭০০ গান আছে যেগুলো লালনের গান নয় কিন্তু লালনের নামে গাওয়া হয়। তিনি লালনের গান শুদ্ধ সুর ও বাণীতে গাওয়ার ওপর জোর দেন।

বিশিষ্ট লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন বলেন, ‘দাঁড়কাক ময়ূরপুচ্ছ পরলে ময়ূর হয়ে যায় না। নিজেদের পরিচয়কে খাটো না করে আমাদের হাজার বছরের সংস্কৃতি ও লালন সাঁইয়ের বাণী ও দর্শনের চর্চা করতে হবে’।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাকলী ধারা মন্ডল। তিনি বলেন, বাউল গান ও বাউলের জীবনমুখী দর্শন আজ বিশ্ব সভ্যতা ও সংস্কৃতির অসামান্য সম্পদ। বাংলার প্রাচীন সংস্কৃতি ও বাউলের দর্শন আজ পাশ্চাত্যের ভোগবাদী দুনিয়ার মানুষদের নতুনভাবে ভাবাচ্ছে।

কবিয়াল বিজয় সরকাররে পুত্র পশ্চিমবঙ্গের লোকসংস্কৃতি গবেষক কাজল অধিকারী বলেন, সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে হলে বাংলার বাউল ও অন্যান্য লোকসংস্কৃতির চর্চা করতে হবে। তিনি বলেন, ‘বাউল, কবিয়াল ও অন্যান্য লোককবিরাই গ্রাম বাংলায় প্রকৃত রেনেসাঁ এনেছে’।

বিশিষ্ট লালন গবেষক আবদেল মান্নান বলেন, ‘পাশ্চাত্য মানুষকে মারার শিক্ষা দিয়েছে। অন্যদিকে প্রাচ্যের প্রাচীন দর্শন মানবদর্শন ও বাউল দর্শন। তিনি সাম্প্রতিক সময়ের যুদ্ধের উদাহরণ দিয়ে বলেন, পৃথিবীর চলতি সংস্কৃতি এখন মানুষ মারা। সবচেয়ে বেশি টাকা খরচ করা হয় মানুষকে মারার জন্য। এই সংস্কৃতির বিরুদ্ধে মানুষকে বাঁচানোর জন্য আত্মদর্শনের মধ্য দিয়ে জগৎ দর্শন করার শিক্ষা বাউলরা দিয়ে গেছেন অনেক বছর আগেই।

ফ্রান্সের বিশিষ্ট লালন গবেষক ড. দেবোরা জান্নাত বলেন, ভক্তিহীন জ্ঞানের কোনো মূল্য নেই। নিজের হৃদয়ে ভক্তি তৈরি করতে পারলেই সার্থক মানুষ ও সফল শিল্পী হ‌ওয়া যায়।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ চায়না দূতাবাসের কালচারাল কাউন্সিলর লিয়েন উই। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কাস্টমসের উপকমিশনার ও বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার কোষাধ্যক্ষ রুবেল সাইদুল আলম।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন, যুক্তরাষ্ট্রের বিশিষ্ট লালন গবেষক ড. কিথ ই কান্ত, বাউল শফি মন্ডল ও অন্যান্যরা। সূচনা সংগীত পরিবেশন করেন সমীর বাউল ও অন্যান্য শিল্পীরা। বাউল শফি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরদার হিরক রাজা।

বাংলা৭১নিউজ/এএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com