সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দুর্নীতি কিছুটা কমেছে, চাঁদাবাজি তেমন একটা কমেনি হাইকোর্টে আপিল শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে: অ্যাটর্নি জেনারেল নেত্রকোণায় ভেঙে গেছে বেড়িবাঁধ, ৪টি ইউনিয়নে কংসের পানি চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ২ বিজ্ঞানী দুর্গাপূজায় স্কুল-কলেজ টানা ১১ দিন ছুটি ৮ দিনের রিমান্ডে সাবেক এমপি শিউলি আজাদ উন্নয়নে অবদানের স্বীকৃতি চায় এনজিওগুলো: দেবপ্রিয় চার্জ দ্য অ্যাফেয়ার্স আসিফ রহমানের সঙ্গে গোলাম পরওয়ারের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ম্যাক্রোঁর অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানে চটেছেন নেতানিয়াহু কোটা উঠিয়ে লটারির মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দের প্রস্তাব গণপূর্ত উপদেষ্টার সাবেক মন্ত্রী সাবের হোসেনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা আমি কোনো দুর্নীতি করিনি : মাদকের ডিজি শুধু মেগা প্রজেক্ট নয়, সবুজায়ন বাড়াতে হবে : পরিবেশ উপদেষ্টা বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা শেরপুরে কমছে নদ-নদীর পানি, বন্যা পরিস্থিতির উন্নতি কর্মচারী হত্যায় হাজী সেলিমসহ ৩ জনকে গ্রেফতার দেখানো হলো করাচি বিমানবন্দরের পাশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২ চীনা নাগরিক

সংগীতশিল্পী ও গীতিকার সালমা মোস্তাফিজ আর নেই

রংপুর প্রতিনিধি:
  • আপলোড সময় সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১৯ বার পড়া হয়েছে

ভাওয়াইয়া গানের জাতীয়ভিত্তিক বিশেষায়িত সংগঠন ভাওয়াইয়া অঙ্গনের চেয়ারম্যান সালমা মোস্তাফিজ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

এই গুণী শিল্পীর স্বামী ভাওয়াইয়া শিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও বিশিষ্ট সংগঠক একেএম মোস্তাফিজুর রহমান তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন।

মৃত্যুর পূর্বে সালমা মোস্তাফিজ বাংলাদেশ বেতার ও টেলিভিশনে নিয়মিত সংগীত পরিবেশনা করতেন।

সোমবার (৩ জুলাই) বাদ জোহর মধ্য পাইকপাড়া জামে মসজিদে মরহুমার জানাজা শেষে রায়েরবাজার কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

মোস্তাফিজুর রহমান বলেন, রোববার বিকেলের দিকে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন সালমা মোস্তাফিজ। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ৩০ মিনিটের দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সালমা মোস্তাফিজ সম্প্রতি স্ট্রোক করেন জানিয়ে মোস্তাফিজুর রহমান বলেন, স্ট্রোকের পর থেকেই শারীরিকভাবে কিছুটা দুর্বল ছিলেন সালমা মোস্তাফিজ। সম্প্রতি তার রক্তশূন্যতা ধরা পড়ে।

গাইবান্ধা থেকে প্রকাশিত মাসিক তিস্তার সহযোগী সম্পাদক এম সেরাজুল হকের মেয়ে সালমা মোস্তাফিজ ভাওয়াইয়া অঙ্গনের চেয়ারম্যান ছিলেন।

সালমা মোস্তাফিজের ছেলে সাহস মোস্তাফিজ একটি আন্তর্জাতিক এনজিওতে যোগাযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত। মেয়ে মোনিফা মোস্তাফিজ মন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

গুণী এই শিল্পীর মৃত্যুতে রংপুরের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com