বাংলা৭১নিউজ, কুষ্টিয়া : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যুদ্ধাপরাধী ও জঙ্গি-সন্ত্রাসীরা যেমন রেহায় পাইনি, তেমনি সংখ্যালঘুদের ওপর হামলাকারীরাও রেহাই পাবে না।
আজ দুপুর ১২টার দিকে ভেড়ামারা ডায়াবেটিক সমিতির সম্প্রসারিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সংখ্যালঘুদের ওপর হামলা দেশের সংবিধান ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার চক্রান্ত উল্লেখ করে মন্ত্রী বিএনপি-জামায়াতের প্রতি সতর্ক দৃষ্টি রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা নির্বাহী অফিসার শান্তি মণি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) কামরুল ইসলাম প্রমুখ।
বাংলা৭১নিউজ/এন