বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খুলনার জিরো পয়েন্টে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার শ্রমিক স্বার্থ নিশ্চিতে ইসলামী শ্রমনীতি প্রণয়নের বিকল্প নেই দেশব্যাপী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস গরমে অসুস্থ হয়ে ঢামেক কর্মচারীর মৃত্যু দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার রেস্তোরাঁয় মডেলকে গুলি করে হত্যা ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যক্কারজনক: স্বাস্থ্যমন্ত্রী গাম্বিয়ায় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ চীনে গভীর রাতে মহাসড়কে ধস, নিহত অন্তত ১৯ গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত নিঃসঙ্গ নারীদের টার্গেট, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর

শ্রেষ্ঠ সন্তান হিসেবে নিজেদের গড়তে হবে- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ১৫ মে, ২০১৮
  • ৩৬৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, শামছুর রহমান শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’র উদ্যোগে রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত হয়েছে।

বিকেল সাড়ে ৩ টায় শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের নব নির্মিত ভবনের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক  অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘তোমায় নতুন করে পাবো বলে’ শীর্ষক এ অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’র উপাচার্য প্রফেসর ড. বিশ্বজিৎ ঘোষ। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক নাছিম উদ্দিন মালিথা।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান এবং সাবেক অধ্যক্ষ এ, এম, আব্দুল আজীজ। সভায় স্বাগত বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সোহরাব আলী।

বক্তারা বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের পথ প্রদর্শক ও আলোকবর্তিকা। রবীন্দ্রনাথ আমাদের সকল সাফল্যের প্রেরণা। তিনি বাংলা ভাষা ও সাহিত্যের বড় কারিগর ও বৈজ্ঞানিক। তিনি আধুনিক গদ্য ভাষার ¯্রষ্টা। রবীন্দ্রনাথকে না জানলে অনেকে কিছুই অসম্পূর্ণ থেকে যাবে।

বক্তারা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের রবীন্দ্রনাথ ও তার সাহিত্য সম্পর্কে প্রকৃত শিক্ষা অর্জন করে নিজেদেরকে শ্রেষ্ঠ সন্তান হিসেবে গড়ে তোলার আহবান জানান। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠান উপাস্থাপনা করেন সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. তানভীর আহামদ ও বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা রওশন আলম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনীতিবিদ, সাংবাদিক ও গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com