বাংলা৭১নিউজ, ডেস্ক: দুইটি টেস্ট, তিনটি ওয়ানেড ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায়। চার বছর পর শ্রীলঙ্কায় খেলতে যাওয়া বাংলাদেশ এবারের মিশন শুরু করবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। যার প্রথমটি আগামীকাল ৭ মার্চ থেকে শুরু হবে।
মঙ্গলবার বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি কলম্বোর গল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০.৩০ মিনিটে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও টেন ক্রিকেট।
এদিকে গত ২১ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারই ধারাবাহিকতায় ২৭ ফেব্রুয়ারি দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ। সেখানে পৌছে ২-৩ মার্চ স্বাগতিক শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলে টাইগাররা।
তবে একমাত্র প্রস্তুতি ম্যাচটি ‘ড্র’ তেই নিষ্পত্তি হয়। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দিনের পুরোটিতেই ব্যাটিং করে প্রথম ইনিংসে ৯০ ওভার ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ৩৯১ রানে ইনিংস ঘোষণা করে সফরকারী বাংলাদেশ। জবাবে দ্বিতীয় দিনে নির্ধারিত ৯০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৪০৩ রানে দ্বিতীয় দিন সমাপ্ত করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড একাদশ।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হকসৌরভ, সাব্বির রহমান রুম্মন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটনকুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শুভাশীষরায়, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও কামরুল ইসলাম রাব্বী।
বাংলা৭১নিউজ/এম