শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দ্বাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য ৯৪০ প্রশ্ন ভরিতে আরও ১৮৭৮ টাকা কমলো সোনার দাম সব প্রার্থী আমাদের কাছে সমান: ইসি আলমগীর টোল আদায়ে দুর্নীতি, দুদকের হস্তক্ষেপে ইজারা বাতিল রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে : কাদের এপ্রিলে নির্যাতনের শিকার ১৯৩ নারী-শিশুকন্যা ৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত : তথ্য প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ চোরকারবারি আটক আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে : খাদ্যমন্ত্রী টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আজ খেলা : শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে ফিরবেতো বাংলাদেশ?

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ১০৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফর থেকেই পুরোনো সময়ে ফিরে এসেছে বাংলাদেশের ক্রিকেটে। যেন শুধু ব্যর্থতার মাঝে ঘুরপাক খেতে থাকা টাইগারদের। নিদাহাস টি-টুয়েন্টি সিরিজে সেই ব্যর্থতা থেকে বেরিয়ে আসার লক্ষ্যেই শ্রীলঙ্কায় পাড়ি দিয়েছে টাইগাররা। কিন্তু ত্রিদেশীয় সিরিজটিতে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে একরকম আত্মসমর্পণই করেছে বাংলাদেশ।

সেই হতাশার পারফরম্যান্সের এক দিন পরই স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই মাহমুদউল্লাহ রিয়াদের দলের। যারা কিনা আবার ভারতের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে শুরু করেছে সিরিজ। তো বাংলাদেশ কি পারবে সেই লঙ্কানদের বিপক্ষে জয়ে ফিরতে? দুই দলের ম্যাচটি মাঠে গড়াবে আজ শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

সময় বা পরিসংখ্যান বাংলাদেশের পাশে নেই। ২৩ জানুয়ারির পর থেকে তো জিততে ভুলেই গেছে লাল-সবুজের দল। হারের বোঝা বরং ভারী হয়ে উঠছে। ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ও জিম্বাবুয়ের বিপক্ষে দুটি জয় দিয়ে সু-সময়ে ফেরার ইঙ্গিত মিলেছিল। কিন্তু পরে তা হারিয়ে যায়। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে হারা ও তার ঠিক আগের ম্যাচে ৮২ রানে অলআউট হয়ে লজ্জায় ডুবে বাংলাদেশ। পরে টেস্ট সিরিজে হার। দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজেও হারে বাংলাদেশ।

শ্রীলঙ্কা দলটা গেল বছর পুরোটাই কাটিয়েছে ব্যর্থতায়। বাংলাদেশ থেকেই তারা ভালো সময় সঙ্গী করে নিয়ে ফিরেছে। বাংলাদেশের কোচিং ছেড়ে শ্রীলঙ্কার দায়িত্ব নিয়ে সব বদলে দিতে শুরু করেছেন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশের কৌশল তার সব জানা। বাংলাদেশ থেকেই যিনি সাফল্য নিয়ে ফিরেছেন, নিজ দেশে তো বাংলাদেশকে বিপাকে ফেলা আরও সহজই তার জন্য।

তবে শ্রীলঙ্কার মাটিতে দুই দলের সর্বশেষ টি-টুয়েন্টি লড়াইয়ে জিতেছিল বাংলাদেশ। মাশরাফী বিন মোর্ত্তজার টি-টুয়েন্টিকে বিদায় বলা সেই ম্যাচ কি এখন প্রেরণা হতে পারে বাংলাদেশের জন্য? ভারতের বিপক্ষে হারের পর ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, দুই বিভাগেই যেদিন ভালো করবে দল, সেদিনই জয়ে ফেরা সম্ভব।

শ্রীলঙ্কার প্রথম ম্যাচে তাকালে আসলে আশা জাগায় না কিছুই। ভারতের দেয়া ১৭৫ রানের লক্ষ্যটা কি সহজ করেই না পেরিয়ে গেল তারা। আর বাংলাদেশ ভারতের বিপক্ষে যে ব্যাটিং করলো তাকে অন্তত টি-টুয়েন্টির ব্যাটিং বলা যায় না। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১৩৯ রান করেছিল টাইগাররা। ভারত ম্যাচ জিতে ৬ উইকেটে।

তবে বিশেষজ্ঞরা বলেন, টি-টুয়েন্টিতে আগে থেকে ফেভারিট বলে কিছু নেই। সেই তত্ত্বকেই না হয় শনিবার মাঠে প্রমাণ করুক টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টিতে আগের ৯ বারের দেখায় ২টি তে জয়ের অভিজ্ঞতা আছে টাইগারদের।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com