মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোটকেন্দ্রে স্থানীয়দের সঙ্গে র্যাবের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় র্যাবের এক সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। র্যাব আত্মরক্ষার্থে এক রাউন্ড গুলি ছুড়েছে বলে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. জাকারিয়া জানিয়েছেন।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের কাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ভোটকেন্দ্রের পাশে প্রার্থীদের সমর্থকদের ক্যাম্পেইন সেন্টার ও অস্থায়ী দোকানপাট সরাতে বললে স্থানীয়দের সঙ্গে কথা-কাটাকাটি হয় র্যাব সদস্যদের। র্যাব সদস্যরা তাদের এক জায়গায় জটলা না বেধে সরে যেতে বলেন। তারা সরে না গেলে র্যাব লাঠিচার্জ করে। এতে ক্ষিপ্ত হয়ে জনতা র্যাব সদস্যদের ওপর আক্রমণ করেন। এ সময় একজন র্যাব সদস্য আহত হন। পরে র্যাব সদস্যরা গুলি ছোড়েন। এতে আতঙ্কিত হয়ে স্থানীয় জনতা পালিয়ে যান। কিছু সময়ের জন্য ভোটের কার্যক্রম বন্ধ থাকে।
খবর পেয়ে মৌলভীবাজার পুলিশ সুপার মো. জাকারিয়া ঘটনাস্থলে আসেন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। র্যাবের এক সদস্য আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার জাকারিয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আত্মরক্ষার্থে র্যাব এক রাউন্ড এসএমজির গুলি ছুড়েছে।
এ ব্যাপারে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার বাসু দত্ত চাকমার সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় র্যাবের বক্তব্য পাওয়া যায়নি।
গত ২১ মে উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব মৃত্যুবরণ করায় শ্রীমঙ্গলে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মোট ভোটার দুই লাখ ৩৩ হাজার ৯১৬ জন। নির্বাচনে নৌকার প্রার্থী ভানু লাল রায়, জাতীয় পার্টির মিজানুর রব (লাঙল) এবং আওয়ামী লীগের বিদ্রোহী দুই স্বতন্ত্র প্রার্থী প্রেমসাগর হাজরা আনারস ও আফজল হক ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলা৭১নিউজ/এসএন