বাংলা৭১নিউজ,(মৌলভীবাজার)প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকালে পুলিশ উপজেলার কালীঘাট ইউনিয়ন বিলাসছড়া চা বাগানের ভেতর থেকে গলাকাটা অবস্থায় লাশটি উদ্ধার করে।
জানা যায়, ৫ বছরের শিশুটি বিলাসছড়া চা বাগানের শিবু রামের ছেলে লিমন।
এ বিষয়ে স্থানীয়রা জানান, শিশুটি বেলা ১টার দিকে ঘর থেকে বের হয়। এর পর থেকে শিশুটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ওই চা বাগানের ভেতর ছড়ার পাশে ঝোঁপের মধ্যে শিশুটির অর্ধ গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।
খবর পেয়ে মৌলভীবাজার জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামানের (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) নেতৃত্বে শ্রীমঙ্গল থানার ওসি আবদুস সালেকসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।
সেখান থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশটি থানায় নিয়ে আসা হয়।
এ বিষয় জানতে চাইলে শ্রীমঙ্গল থানার ওসি আবদুস সালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে– পূর্ব শত্রুতার জের ধরে নিষ্পাপ এই শিশুটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
তদন্ত চলছে, দ্রুত এর রহস্য উদ্ঘাটন করা হবে এবং খুনের সঙ্গে যারা জড়িত রয়েছে, তাদের আটক করতে সক্ষম হব বলে তিনি জানান।
বাংলা৭১নিউজ/এসআর