বাংলা৭১নিউজ,(মৌলভীবাজার)প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিরাইপুর এলাকায় খেলার মাঠ থেকে শামসুল হুদা নাদিম নামের একটি শিশু নিখোঁজ হয়েছে। নাদিম শ্রীমঙ্গল শহরের উদয়ন উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার (১৯ জুলাই) বিকেল থেকে তাকে পাওয়া যাচ্ছে না।
নাদিম শ্রীমঙ্গল সদর ইউনিয়নের পূর্ব বিরাহিমপুর এলাকার বাসিন্দা ফরিদ মিয়ার ছেলে। এ ঘটনায় শ্রীমঙ্গলে স্কুল পড়ুয়া শিশুদের অভিভাবকদের মধ্যে ছেলেধরা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নাদিমের বাবা ফরিদ মিয়া বলেন, শুক্রবার বিকেলে নাদিম বাসার পাশে মাঠে খেলতে যায়। আসরের নামাজের পরও বাড়ি ফিরে না আসায় সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেন। কিন্তু এখনও পর্যন্ত তিনি ছেলের কোনো সন্ধান পাননি। তার ধারণা, ছেলেকে কেউ অপহরণ করতে পারে।
এলাকার ইউপি সদস্য মো. লিমন মিয়া বলেন, সম্ভাব্য সব জায়গায় সন্ধান কওে না পাওয়ায় শ্রীমঙ্গল শহর ও শহরতলী এলাকায় মাইকিং করা হয়েছে। শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালেক বলেন, ছেলেটির সন্ধান পেতে পুলিশ চেষ্টা করছে।
বাংলা৭১নিউজ/এমকেএইচ