বাংলা৭১নিউজ, মাগুরা প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উপলক্ষে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শ্রীপুর উপজেলা মৎস্য অফিসের উদ্যেগে বুধবার বিকালে সাংবাদিক সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য অফিসার শরীফ হাসান সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশারফ হোসেন পল্টু, সাংবাদিক অপূর্ব মিত্র প্রমুখ।
সহকারী মৎস্য অফিসার ফারুক মহলদারের সঞ্চালনায় সাংবাদিক সম্মেলনে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস