বাংলা৭১নিউজ, মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়ারপুর ইউনিয়ন পরিষদ চত্বরে শনিবার লিগ্যালএইড বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন কাননের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যালএইড চেয়ারম্যান ও জেলা দায়রা জজ শেখ মফিজুর রহমান।
বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সহকারি জজ অনুশ্রী রায়, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঈচ-উজ্জামান, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাজেদুর রহমান সংগ্রাম, পিপি এ্যাডভোকেট কামাল হোসেন, এ্যাডভোকেট আব্দুল মজিদ, সাংবাদিক আরজু সিদ্দিকী প্রমুখ।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মসজিদের ইমাম, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস