বাংলা৭১নিউজ, মাগুরা প্রতিনিধি:“উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে বাংলাদেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে নিয়ে শনিবার মাগুরার শ্রীপুর উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীপুর কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো।
বিশেষ অতিথি ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল ও বিশিষ্ট সমাজসেবক সিরাজুল ইসলাম টোকন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাংলা৭১নিউজ/জেএস