বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রোজি কবির আর নেই কপ২৯ সম্মেলনে আজ ভাষণ দেবেন ড. ইউনূস হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ৫ দিনের রিমান্ডে নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল হ‌ুমায়ূন আহমেদের জন্মদিন আজ তিনদিনের মধ্যে দিতে হবে নতুন ভোটারদের তথ্য ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস ২৪ ঘণ্টায় আরও ৬৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল ইসরায়েলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসায় আল-আজহারের গ্র্যান্ড ইমাম আন্দোলনে আহত ২১শ রোগীকে চিকিৎসা দিয়েছে সিএমএইচ, মারা গেছে ৬ জন দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিন: মির্জা ফখরুল অনুপ্রবেশ-বাংলাদেশের অর্থ পাচার, পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ডে ইডির অভিযান জয়পুরহাটে ছাত্রহত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কীর্তনখোলার চরে মিলল পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ বিশ্বনেতা-আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ ট্রাফিক আইন লঙ্ঘনে ২১৮৩ মামলা, ৭৯ লাখ টাকা জরিমানা পরিবর্তনে খাপ খাইয়ে না চললে আ’লীগের মতো ছিটকে পড়তে হবে গাজীপুরে তিন কারখানায় শ্রমিক অসন্তোষ, ১৪ কারখানা বন্ধ জানুয়ারিতে ঢাকায় যুব উৎসবে যোগ দেবেন ফিফা প্রেসিডেন্ট

শ্রমিক লীগ নেতা তুফানের স্ত্রীসহ ৩ জনকে গ্রেফতারের পর বগুড়া পুলিশের কাছে হস্তান্তর

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ৩১ জুলাই, ২০১৭
  • ৬৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, সাভার প্রতিনিধি : বগুড়ায় এক শিক্ষার্থীকে ধর্ষণের পর তাকে ও তার মাকে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শ্রমিক লীগ নেতা তুফানের স্ত্রী আশা সরকার, গাড়িচালক জিতু ও তুফানের সহযোগী মুন্নাকে গ্রেফতারের পর বগুড়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া থানা পুলিশ গ্রেফতার করা তিন আসামিকে নিয়ে যায়।
এর আগে রবিবার (৩০ জুলাই) রাতে সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে একটি সিলভার রঙের প্রাইভেটকার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম বলেন, বগুড়া থেকে একটি প্রাইভেটকারে করে তুফানের স্ত্রী, গাড়িচালক ও তুফানের সহযোগী মুন্না ঢাকার উদ্দেশে রওনা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশের একটি দল ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান শুরু করে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে তারা সাভারের হেমায়েতপুর এলাকায় এসে পৌঁছলে সিলভার কালারের একটি প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়। পরে বিষয়টি বগুড়া থানা পুলিশকে জানানো হলে তারা এসে সকালে গ্রেফতারকৃত তিন আসামিকে নিয়ে যায়।
উল্লেখ্য, বগুড়ার এক কিশোরীকে কলেজে ভর্তি করানোর নামে গত ১৭ জুলাই তাকে নিজ বাড়িতে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে তুফান সরকারের বিরুদ্ধে। তুফানের স্ত্রী এ ঘটনা জানতে পেরে স্বামীকে দায়ী না করে কিশোরীটিকেই ঘটনার জন্য দায়ী করে এবং সংরক্ষিত আসনের স্থানীয় ওয়ার্ড কমিশনার মর্জিয়া হাসান রুমকির মাধ্যমে শুক্রবার (২৮ জুলাই) শালিস বসিয়ে নির্যাতিতা ও তার মায়ের চুল কেটে দেয়। পরে নাপিত ডেকে তাদের ন্যাড়া করিয়ে এলাকা ছাড়া করার হুমকি দেয়। স্থানীয়রা তাদের হাসপাতালে ভর্তি করালে সে রাতেই তুফানসহ তার তিন সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। ২৯ জুলাই শনিবার তুফানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন নির্যাতিত কিশোরী। এ ঘটনায় গ্রেফতারের পর রবিবার বিকেলে তাদের বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শ্যামসুন্দর রায়ের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত তুফান সরকার ও তার সহযোগী প্রত্যেকের ৩ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com