সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ ছয় মাসে রাজস্ব আহরণ বেড়েছে ১৩.৯ শতাংশ: অর্থমন্ত্রী সোনার দাম আরও বাড়লো ব্যর্থতা ঝেড়ে বিশ্বকাপ রঙিন করার প্রত্যাশা জ্যোতির পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য এবি ব্যাংক পিএলসি যশোরে স্মার্ট কার্ডে নারী উদ্যোক্তা ঋণ স্মরণে বঙ্গবন্ধু ঢাকায় আইওএম মহাপরিচালক অ্যামি পোপে তীব্র তাপপ্রবাহের পর হবিগঞ্জে ঝড়-শিলাবৃষ্টি গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ তাপপ্রবাহ এবারই শেষ নয়, প্রস্তুতি শুরুর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর হাওরের প্রায় শতভাগ বোরো ধান কাটা শেষ ২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, সময় লাগবে ২-৩ দিন যুক্তরাষ্ট্র থেকে দেশে দেশে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন বিমান বাহিনী প্রধান সরকার তৃণমূল মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে ক্র্যাবের মানববন্ধন উপজেলা নির্বাচনও বর্জন করুন: রিজভী গ্যাস পাচ্ছেন গোপালগঞ্জবাসী অপারেশনের নামে হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন সমাদ্দার আশ্রমকাণ্ডে দায় এড়াতে পারেন না মিল্টনের স্ত্রী

শ্রমিক দিবসের সমাবেশ সফল করতে চলছে জোর প্রস্তুতি: খালেদা জিয়া প্রধান বক্তা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের সমাবেশকে ঘিরে বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনে চলছে টানটান উত্তেজনা। দলের সর্বস্তরের নেতা-কর্মিরা সমাবেশকে যেকোন মূল্যে সফল করতে চায়। দলের কেন্দ্রীয় পর্যায় থেকে এমন নির্দেশনা তৃণমূলে পাঠানোও হয়েছে। আজ শনিবার শ্রমিক দিবসের সমাবেশকে সফল করতে দলটির সিনিয়র নেতারা বৈঠকেও বসবেন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

ইতোমধ্যেই পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে ২৪ শর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। দলটির সহযোগী সংগঠন শ্রমিক দলের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বৃহস্পতিবার সমাবেশের অনুমতি দিয়েছে বলে জানান দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এর আগে গণপূর্ত অধিদফতরও সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি দেয়।

শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন রিজভী বলেন, সমাবেশ সফল করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। অন্য সময় সমাবেশ করার আগে পুলিশের পক্ষ থেকে যে ধরনের শর্ত দেয়া হয়, এবারও একই শর্ত দেয়া হয়েছে। বেলা ২টায় শুরু হয়ে সন্ধ্যার আগেই এ সমাবেশ শেষ হবে বলে জানান রিজভী।

এদিকে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মারুফ হোসেন সরদার বলেন, শর্তসাপেক্ষে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ। জানা গেছে, শর্তগুলোর অন্যতম হচ্ছে- বেলা ২টা থেকে শুরু করে বিকাল সাড়ে ৫টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে- এমন কোনো বক্তব্য দেয়া বা ব্যঙ্গচিত্র প্রদর্শন করা যাবে না। মিছিল নিয়ে সমাবেশে আসা যাবে না।

তিনি বলেন, উস্কানিমূলক কোনো প্রচারপত্র বিলি করা যাবে না। রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য দেয়া বা কর্মকাণ্ড চলবে না। সমাবেশের নির্ধারিত সময়ের আগে উদ্যান বা তার আশপাশের রাস্তায় সমবেত হওয়া যাবে না। যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়- এমন কিছু করা যাবে না।

সমাবেশের প্রস্তুতি প্রসঙ্গে রিজভী বলেন, ঢাকা মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ইতিমধ্যে প্রস্তুতি সভা করেছে। আশা করছি, নির্ধারিত সময়ের আগেই সব প্রস্তুতি সম্পন্ন হবে। সমাবেশে ঢাকা ও এর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, গাজীপুর, টঙ্গী, নরসিংদীসহ বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা যোগ দেবেন বলে জানান রিজভী। দলের মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস সব থানা-ওয়ার্ড থেকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, আবদুস সালাম, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com