বিরোধী দলের সভা সমাবেশকে কেন্দ্র করে হামলা-মামলা দমন নিপীড়নের প্রতিবাদ, নিরপেক্ষ তদারকি সরকার গঠনসহ শ্রমিকদের ন্যায্য মজুরি আদায়ের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।
শনিবার (৪ নভেম্বর) নগরীর অশ্বিনীকুমার টাউন হলের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা, বিরোধীদলের ডাকা সভা সমাবেশকে কেন্দ্র করে হামলা মামলা ও নিপীড়ন বন্ধ করে নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ এবং শ্রমিকদের ন্যায্য মজুরি আদায়ের দাবি জানান।
বাংলা৭১নিউজ/এসএম