বাংলা৭১নিউজ,(সিলেট)প্রতিনিধি: সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজারে অটোরিকশায় শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুল কাইয়ুম (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন অটোরিকশা চালকসহ আরও চার যাত্রী। বুধবার বেলা ১১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার কুশিয়ারা সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাইয়ুম হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আবরু মিয়ার ছেলে। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা বলেন, সকালে লালাবাজার কুশিয়ারা সিএনজি ফিলিং স্টেশনের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনেরর একটি বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা তিন নারীহ পাঁচ যাত্রী এবং চালক গুরুতর আহত হন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকিরা গুরুতর আহত অবস্থায় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর বাসটি দ্রুত হুমায়ুন চত্বর এলাকায় এলে জব্দ করে পুলিশ। তবে বাসটির চালক পালিয়ে গেছে বলেও তিনি জানান।
বাংলা৭১নিউজ/পিআর