রাজধানীর শ্যামলীতে আগুন লাগা ভবনের ১৯ তলা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১ জুন) দিবাগত রাতে ওই ভবনে আগুনের সূত্রপাত। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে শ্যামলী সিনেমা হলের পাশের ২০ তলা রূপায়ন শেলফোর্ড ভবনে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট রাত ২টা ৪ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, ভবনের ১৯ তলা থেকে নিহত এক পুরুষের দেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে রাতে জানানো হয়, ভবনটি থেকে বিশেষ ধরনের মইয়ের সাহায্যে ১৬ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ৬ জন নারী।
বাংলা৭১নিউজ/এআর