বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর শ্যামপুরে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে একজন।
আজ ভোর সারে ৪টার দিকে সরকার পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন-শমসের আলী (৪৫) ও আবদুস সালাম (৪০)। আহত ব্যক্তির নাম শাহ আলম (৩৫)।
পুলিশ জানায়, সরকার পেট্রলপাম্পের সামনে একটি ট্রাকের মেরামতকাজ চলছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক থেমে থাকা ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শমসের আলী নিহত হন। আহত হন আরো দুজন। শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল হক তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সালামকে মৃত ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/সিএইস