বাংলা৭১নিউজ, ডেস্ক: ইউরো বা বিশ্বকাপে যা কখনও হয়নি, সেটা শনিবার করে দেখালেন ওজিলরা। কোনো বড় টুর্নামেন্টে প্রথম বার ইতালিকে হারিয়ে ইতিহাস গড়ল জার্মানরা।
কিন্তু জার্মানির সব আশায় জল পড়ে যেতে পারত যখন ওজিলেরা ১-০ করার পর বোয়েতাং-এর গোলে নির্ধারিত সময়ে ১-১ করে ফেলে ইতালি।
কিন্তু শনিবার বোধহয় অঘটনটা ঘটারই ছিল, কেন না বোনুচ্চির গোলে ১-১ করলেও জার্মানির ইতিহাস গড়া শেষ পর্যন্ত আটকাতে পারেনি ইতালি।
ম্যাচ গড়ায় সাডেন ডেথ অবধি। পেনাল্টিতে শেষ পর্যন্ত ৬-৫ গোলে ইতিহাস ছুঁয়ে ফেলে জোয়াকিম লোর ছেলেরা।
বিরতির পরে যখন হেক্টরের বাড়ানো পাস থেকে ওজিল ১-০ করলেন, তখন ম্যাচের আর বাকি মাত্র পঁচিশ মিনিট। কিন্তু ইতিহাসে নাম লেখানোর আগেই বোয়েতাংয়ের একটা ভুল ফের শূন্যের দিকে ঠেলে দিল জার্মানিকে।
বক্সের মধ্যে একটা বল ক্লিয়ার করতে গিয়ে হ্যান্ডবল করে বসেন বোয়েতাং। নিটফল, পেনাল্টি। আর ইতালির হয়ে ১-১ করার সুযোগ নষ্ট করেননি বোনুচ্চি। জার্মান গোলকিপার সঠিক দিকে লাফিয়েও গোল বাঁচাতে পারেননি।
এখানেই অবশ্য শেষ নয়। ইতিহাস গড়ার আরও একটা সুযোগ পেযেছিল জার্মানি। কিন্তু মারিও গোমেজের সেই গোল নষ্টের অভ্যাসে সেটা আর হয়নি। না হলে একা বুফনকে পেয়েও যে ভাবে গোল নষ্ট করলেন, তাতে জার্মানদের ভুগতে হতে পারে এক্সট্রা টাইমে। কে বলতে পারে, এই সুযোগ নষ্টের ধাক্কায় ইউরো থেকে ছিটকে না যেতে হয় ওজিলদের।
এ দিকে, এ দিন হাতে কালো ব্যান্ড পরে নেমেছিলেন কিয়েলিনিরা- ঢাকায় সন্ত্রাসবাদীদের হাতে ন’জন ইতালিয়ান নাগরিক নিহত হওয়ার জন্য।
বাংলা৭১নিউজ/সিএইস