বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী বাউফলে জাল টাকাসহ মাদক বিক্রি ও সেবনের অভিযোগে শ্বশুর-জামাইসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
বাউফল থানার পুলিশ শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় ১ হাজার টাকার ৮ টি জাল নোট ও ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জালটাকাসহ গ্রেফতারকৃতরা হলো কালাইয়া গ্রামের সজিব মুন্সী (২৫) ও সিদ্দিক সরদার (২৪), মাদক ব্যবসায়ী ইব্রাহিম খলিল ইমন (২৬) সেবনকারী শ্বশুর বাবুল সিকদার (৪০), জামাই হানিফ খন্দকার (২৮), মামুন মৃধা (২২), ফিরোজ হাওলাদার (২৫), নাসির মৃধা (৩৫)ও জহির (২৫)। গ্রেফতারকৃতদের শনিবার সকালে পটুয়াখালী কোর্টে প্রেরণ করা হয়েছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১শ’ মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার, ১ হাজার পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে মূল হোতাদের কাউকেই পুলিশ এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।
বাংলা৭১নিউজ/জেএস