বাংলা৭১নিউজ, কিশোরগঞ্জ: শোলাকিয়া ঈদগাহে টহলরত পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় এক আওয়ামী লীগ নেতাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
বোমা হামলা ও গোলাগুলির পর সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছে সন্দেহ করে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ ও র্যাব। ওই বাড়ির মালিক হলেন করিমগঞ্জের গুণধর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নান ভূইয়া বাবুল। পুলিশ ওই বাড়ি থেকে তাকেসহ আরও তিনজনকে আটক করেছে।
ঘিরে রাখা বাড়িটি শোলাকিয়া মাঠ-সংলগ্ন আজিমুদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের কাছে। নিরাপত্তা বাহিনী আশঙ্কা করছে, হামলার পর সন্ত্রাসীরা এই বাড়িতে আশ্রয় নিয়েছে।
বৃহস্পতিবার সকালে ঈদগাহের কাছে ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিন জনে দাঁড়িয়েছে।
এছাড়া আরো কয়েকজন আহত হয়েছে। পুলিশ এর মধ্যে সন্ত্রাসী সন্দেহে একজনকে আটক করেছে। তার পরিচয় জানা যায়নি।
বাংলা৭১নিউজ/এমকে