বাংলা৭১নিউজ, ডেস্ক: কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের পাশে জঙ্গি হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান।
বৃহস্পতিবার মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে নিজের পরিবারের সঙ্গে ঈদ পালন করেন আমির। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। ঈদের শুভেচ্ছা জানান সবাইকে।
সাংবাদিকেরা বাংলাদেশে পরপর ঘটে যাওয়া হামলা নিয়ে তার মতামত জানতে চান। তখনই আমির বলেন, ‘‘যারা খুন করে, আতঙ্ক ছড়ায়, তারা হিন্দু, শিখ, ইসলাম না খ্রিস্টান কোন ধর্মের মানুষ তাতে কিছু এসে যায় না।
ধর্মের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। তারা নিজেদের কতটা ধর্মপ্রাণ বলে দাবি করল তাতেও কিছু যায় আসে না। কারণ তারা যে ধর্মের কথাই বলুক না কেন, সব ধর্মই আমাদের প্রেম আর শান্তির কথা শেখায়।’’
বাংলা৭১নিউজ/এসএম