বাংলা৭১নিউজ,কিশোরগঞ্জ : জঙ্গি হামলায় নিহত দুই পুলিশ সদস্যের বীরত্বপূর্ণ অবদান স্মরণে রাখতে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়ায় তাদের নামে দুটি রাস্তার নামকরণ করা হয়েছে। কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া রোডের রেলগেইট থেকে ঈদগাহ পর্যন্ত রাস্তাটির নামকরণ করা হয়েছে শহীদ কনস্টেবল আনছারুল হক সড়ক। আর আজিমউদ্দিন স্কুলের দিকে যে রাস্তাটি গেছে সেটির নামকরণ করা হয়েছে শহীদ কনস্টেবল জহিরুল ইসলাম সড়ক।
আজ ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান আনুষ্ঠানিকভাবে রাস্তা দুটির নামফলক উন্মোচন করেন।
এ সময় ডিআইজি নিহত দুই পুলিশ সদস্যের বীরত্বের কথা স্মরণ করেন। তাদের রুহের মাগফেরাত কামনা করেন। নিহত দুই পুলিশ সদস্যের পরিবারের পাশে প্রশাসন থাকবে বলেও জানান ডিআইজি।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন খাঁনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গত বছরের ৭ জুলাই ঈদুল ফিতরের দিন সকালে শোলাকিয়া ঈদগাহের কাছে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে টহল পুলিশের ওপর বোমা হামলা করে একদল দুর্বৃত্ত। ঘটনায় দুই পুলিশ সদস্যসহ চারজন নিহত হন। আহত হন সাত পুলিশ সদস্যসহ ১০ জন।
বাংলা৭১নিউজ/সি