সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে আজও সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান স্কুল-কলেজের শিক্ষকদের নির্বাচনে সুযোগ দেওয়া যেতে পারে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর বিসিএসে বয়স বৃদ্ধিতে ১ সপ্তাহের আল্টিমেটাম দিল চিকিৎসকরা সপ্তাহে ১ দিন কর্মকর্তাদের প্রধান ফটকে অফিস করার নির্দেশ ইসির দীর্ঘ ৭ বছর পর দেখা হবে মা ও ছেলের বিএনপি নেতার মৃত্যুর খবরে বাসায় ছুটে গেলেন জামায়াত আমির সুনামগঞ্জে সিএনজি অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২ শেখ হাসিনার ওপর রাগ লাগে না আপনার? শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিবিড় ও বন্ধুত্বপূর্ণ চলতি বছরই ই-পাসপোর্টের কাজ সম্পন্ন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ১৫ পুলিশ হত্যা মামলায় কারাগারে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস মোটরসাইকেল দুর্ঘটনা রোধে বিআরটিএ’র ৭ আহ্বান ‘ইরানে হামলা চালালে এবার পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হবে’ লন্ডনের সেই ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার, মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ ৩ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল স্বাভাবিক উড়তে থাকা লিভারপুলকে আটকে দিল ইউনাইটেড চীনের পর মালয়েশিয়ায় মিললো এইচএমপিভি ভাইরাস, দ্রুত ছড়ানোর শঙ্কা

শোভাযাত্রার শাড়ি দেওয়া-নেওয়া নিয়ে ঢাবি হলে সংঘর্ষ, আহত ৪

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৪৫ বার পড়া হয়েছে

শাড়ি দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে অন্তত ৪ জন আহত হয়েছেন।

শুক্রবার রাত ৮টার দিকে শুরু হওয়া হাতাহাতি ও সংঘর্ষ চলে রাত ১০টা পর্যন্ত।

পরে প্রক্টর ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শীর্ষ নেতার ছাত্রী হলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক উপসম্পাদক ও হলের সাবেক সাধারণ সম্পাদক রনক জাহান রাইন, প্রশিক্ষণ উপসম্পাদক তানিয়া আক্তার তাপসী, ছাত্রলীগ কর্মী সুলতানা ও সাধারণ শিক্ষার্থী শাহিদা আক্তার। আহতরা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হল সূত্রে জানা যায়, ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে শাড়ি পরে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় ও হল শাখার নারী নেতাকর্মীরা অংশ নেন।

কিন্তু বঙ্গমাতা হলের শিক্ষার্থী ছাত্রলীগের সাবেক প্রশিক্ষণ বিষয়ক উপসম্পাদক তানিয়া আক্তার তাপসী প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ওই হলের সভাপতি-সেক্রেটারির সঙ্গে না গিয়ে আলাদা গ্রুপ নিয়ে অংশগ্রহণ করতে চান এবং তার অনুসারীদের জন্য আলাদা শাড়ি দাবি করেন। কিন্তু সভাপতি-সেক্রেটারি তাদের শাড়ি দিতে অস্বীকৃতি জানান।

এরপর তাপসী তার অনুসারীদের নিয়ে আলাদাভাবেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সন্ধ্যায় হলে ফিরে গেলে এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। হলের সভাপতি-সাধারণ সম্পাদক তাপসীকে হল থেকে বের দেওয়ার হুকমি দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।একপর্যায়ে হাতাহাতি এবং সংঘর্ষের সৃষ্টি হয়।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিলুফার পারভীন, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

এ বিষয়ে প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, শিক্ষার্থীদের মাঝে উত্তেজনার খবর পেয়ে আমরা সেখানে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করেছি।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত গণমাধ্যমকে বলেন, শাড়ি দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। তদন্ত করে আমরা এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেব।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com