জানুয়ারিতে দেশের বিভিন্ন অঞ্চলে দুই দফায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আজ দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। তবে কনকনে শীতের অনুভূতি রয়েছে। আগামী তিনদিন দেশ শৈত্যপ্রবাহ মুক্ত থাকতে পারে বা তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকতে পারে।
রোববার (২৪ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ আরিফ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আজকে শৈত্যপ্রবাহ নেই। কিন্তু শীতের অনুভূতি আছে, কুয়াশাও আছে। আজ, আগামীকাল ও পরশু (২৪, ২৫ ও ২৬ জানুয়ারি) দেশের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। এরপর ২৭ জানুয়ারি থেকে আবার তাপমাত্রা কমতে পারে। তখন আবার শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।’
এদিকে আজ সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বাংলা৭১নিউজ/এএস