পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ তাদের অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে ব্যাংকটি ৬৭৯ কোটি ৯৯ লাখ টাকার সাধারণ শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটির ৯ম বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে মূলধন বাড়ানো ও সাধারণ শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (২ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকটির অনুমোদিত মূলধন ৭০০ কোটি থেকে বাড়িয়ে আড়াই হাজার কোটি টাকায় উন্নীত করা হবে। অর্থাৎ ব্যাংকটির পরিশোধিত মূলধন প্রায় সাড়ে ৩ গুণ বাড়বে। এতে প্রতিটি শেয়ার ১০ টাকা অভিহিত মূল্যে ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা হবে ২৫০ কোটি। বাংলাদেশের ব্যাংকের অনাপত্তি পত্র (এনওসি) পেলে অনুমোদিত মূলধন বাড়াবে রাষ্ট্রায়ত্ত্ব এ ব্যাংক।
এদিকে, সরকারি ইক্যুইটির বিপরীতে রূপালী ব্যাংক ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি সাধারণ শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। যেখানে ৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের দাম হবে ১৫ টাকা। ফলে আলোচ্য পরিমাণ শেয়ার ইস্যুর মাধ্যমে রূপালী ব্যাংক পুঁজিবাজার থেকে ৬৭৯ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮০০ টাকা উত্তোলন করবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে বাংলাদেশ সরকারের অর্থ বিভাগের অনুকূলে উল্লেখিত শেয়ার ইস্যু করা হবে।
১৯৮৬ সালে শেয়ারবাজারে আসা রূপালী ব্যাংকের বর্তমানে মোট শেয়ার সংখ্যা ৪৬ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার ২০৫। এর মধ্যে ৯০ দশমিক ১৯ শতাংশ সরকার, ৩ দশমিক ১০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৬ দশমিক ৭১ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ