মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চিপসের প্যাকেট ১, ডাবের খোসা ও দইয়ের পাত্র ২ টাকায় কিনবে ডিএনসিসি সিরাজগঞ্জে গ্যাস লাইনের পাইপ স্থাপনের সময় মাটিচাপা পড়ল শ্রমিক দীর্ঘ প্রতীক্ষার পর চুয়াডাঙ্গা-যশোরে স্বস্তির বৃষ্টি ১০ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি ফিলিস্তিনের পক্ষে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কর্মসূচি ইলিশের উৎপাদন বেড়ে ৫.৭১ লাখ টন: মন্ত্রী চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী সুন্দরবনে আগুন কেন, গভীরভাবে খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর লোডশেডিং আগের তুলনায় কমেছে, দাবি জ্বালানি প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান স্বামীর সঙ্গে ঝগড়া করে বোবা ছেলেকে কুমিরের মুখে ফেললেন নারী ইউক্রেনের কাছে পারমাণবিক মহড়ার নির্দেশ পুতিনের চট্টগ্রামে কালবৈশাখীর তাণ্ডব : সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে একীভূত হবে না ন্যাশনাল ব্যাংক, নিজেরাই সবল হতে চায় প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে ক্লাস রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাক্ষাৎ ধামরাই ঝড়ে টিনের চালা ভেঙে পড়ে দুই নিরাপত্তারক্ষী নিহত হিলি দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি মাঠে কাজ করছিলেন স্বামী, খাবার দিতে গিয়ে বজ্রপাতে গৃহবধূ নিহত

শেষ মুহূর্তের গোলে স্পেনের জয়

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১০ জুন, ২০১৮
  • ৮৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে দলগুলো। শেষ প্রস্তুতি পর্বে নিজেদের ঝালিয়ে নিচ্ছে আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতে অংশ নিয়ে। শেষ সময়ের ম্যাচগুলো নিয়ে হতাশই হতে পারে শিরোপাপ্রত্যাশী দলগুলো।

এবারের রাশিয়া বিশ্বকাপের ফেভারিট দল হিসেবে ধরা হয় আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স ও স্পেনকে। তবে প্রস্তুতি ম্যাচগুলোতে নিজেদের সেরাটা দিয়ে আশানুরূপ ফল করতে পারেনি ফেভারিটরা।

গতবারের শিরোপাধারী জার্মানিকে তো অস্ট্রিয়ার কাছে ২-১ গোলের ব্যবধানে ধরাশায়ীই হতে হয়। এর আগের স্পেন ও সুইজারল্যান্ডের মধ্যেকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। গতকাল রাতেও তিউনিসিয়ার বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেন। তিউনিসিয়ার বিপক্ষে শেষ মুহূর্তে জয়সূচক একমাত্র গোল নিয়ে সন্তুষ্ট থাকতে হয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের।

রাশিয়ার ক্রাসনোদার স্টেডিয়ামে গতকাল শনিবার মুখোমুখি হয়েছিল স্পেন ও তিউনিসিয়া। ম্যাচের শুরু থেকেই যদিও বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকে স্পেন। তবে তেমন সুবিধা আদায় করতে পারেনি দিয়েগো কস্তারা। অন্যদিকে, তিউনিসিয়াও গোলের সুযোগ খুঁজতে থেকে। দুটি গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয় তাঁরা। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যতে।

দ্বিতীয়ার্ধে গোল পাওয়ার লক্ষ্যে খেলতে থাকে স্পেন। ফলে তাঁরা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। ম্যাচের ৫৫ মিনিটে গোলের সুযোগ পেলেও গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি জর্দি আলবা।

ম্যাচের ৮৪ মিনিটে কাঙ্ক্ষিত গোলের মাধ্যমে পরাজয় এড়ায় স্পেন। দিয়েগো কস্তার বাড়ানো পাসে দলকে জয়সূচক গোল পাইয়ে দেন লাগো আসপাস। ফলে একমাত্র গোলে ১-০ গোল ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে এবারের রাশিয়া বিশ্বকাপে শিরোপাপ্রত্যাশী স্পেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com