বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খুলনার জিরো পয়েন্টে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার শ্রমিক স্বার্থ নিশ্চিতে ইসলামী শ্রমনীতি প্রণয়নের বিকল্প নেই দেশব্যাপী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস গরমে অসুস্থ হয়ে ঢামেক কর্মচারীর মৃত্যু দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার রেস্তোরাঁয় মডেলকে গুলি করে হত্যা ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যক্কারজনক: স্বাস্থ্যমন্ত্রী গাম্বিয়ায় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ চীনে গভীর রাতে মহাসড়কে ধস, নিহত অন্তত ১৯ গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত নিঃসঙ্গ নারীদের টার্গেট, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর

শেষ মুহূর্তের গোলে কপাল পুড়ল মিসরের

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ১৫ জুন, ২০১৮
  • ৯৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: মিসরকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করল উরুগুয়ে।  জয় পেলেও উরুগুয়েকে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৯০ মিনিট পর্যন্ত।  অন্তিম মুহূর্তের গোলে কপাল পুড়ল মিসরের।

রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টায় মাঠে নেমেছিল উরুগুয়ে ও মিসর। ম্যাচের আগেই ধাক্কা হজম করে মিসর। দলের সেরা খেলোয়াড় মোহাম্মদ সালাহকে ছাড়াই মাঠে নামে তারা।

প্রথমার্ধে দারুণ লড়াই করলেও দ্বিতীয়ার্ধে ভালো করতে পারেনি মিসর। একাধিক আক্রমণের পর শেষ মুহূর্তে গোলের স্বাদ পায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। হোসে জিমিনেজের হেডে গোলের দেখা পায় উরুগুয়ে। কার্লোস সানচেজের নেওয়া ফ্রি কিক থেকে লাফিয়ে হেড দিয়ে বল মিসরের জালে পাঠান জিমিনেজ। তাতেই জয় নিশ্চিত হয়ে যায় উরুগুয়ের।

৯০ মিনিটে গোল!  একাধিক সুযোগ তৈরির পর গোলের দেখা পেল উরুগুয়ে। সেটাও বদলি এক মিড ফিল্ডারের অ্যাসিস্টে। নাহিতান নান্দেসের পরিবর্তে ম্যাচের ৫৯ মিনিটে মাঠে নামেন কার্লোস সানচেজ। মাঠে নেমেই উরুগুয়ের চেহারা পাল্টে দেন সানচেস। ম্যাচের ৯০ মিনিটে দারুণ এক ফ্রি কিক নেন তিনি। নিখুঁত কিকে হেড দিয়ে বল জালে পাঠান অ্যাটলেটিকো মাদ্রিদের স্টার হোসে জিমিনেজ। মিসর কি পারবে গোল শোধ দিতে?

প্রথমার্ধে গোল পায়নি কোনো দল: দুই দলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এখনও গোল পায়নি কোনো দল।  উরুগুয়ে ফেবারিট হলেও বলার মতো কোনো আক্রমণ এখন পর্যন্ত করেনি। অন্যদিকে মিসর সুযোগ সৃ্ষ্টি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। দুই দলের ফরোয়ার্ডরাই গোলের সুযোগ হাতছাড়া করেছেন।

২৮ বছর পর বিশ্বকাপে মিসর: মিসর সর্বশেষ বিশ্বকাপ খেলেছিল ১৯৯০ সালে। তাদের প্রথম বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা হয়েছিল ১৯৩৪ সালে।  দুইবারই প্রথম রাউন্ডে বাদ পড়েছিল মিসর।

সালাহকে ছাড়া নামছে মিসর: কাঁধের ইনজুরি থেকে সদ্যই ফেরা সালাহকে মূল একাদশে নামানোর ঝুঁকি নেননি মিসরের কোচ হেক্টর কুপার। প্রথম একাদশে দেখা যাবে না লিভারপুলের এ স্টারকে। সাইড বেঞ্চ থেকে বিশ্বকাপ শুরু হবে সালাহর। হয়তো দ্বিতীয়ার্ধ থেকেই মাঠে নামবেন ২৬ বছর বয়সি এ ফুটবলার।

একটেরিনবার্গ অ্যারেনা: ৩৫ হাজার ৬৯৬ জন দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম একটেরিনবার্গ অ্যারেনায় দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। ২০০৬ সালে স্টেডিয়ামটির সংস্কারের কাজ শুরু হয় এবং সংস্কার কাজ শেষ হয় ২০১১ সালে। এরপর বিশ্বকাপ উপলেক্ষে ২০১৪ সালে পুনরায় স্টেডিয়ামটির সংস্কার কাজ শুরু হয় এবং তা শেষ হয় ২০১৭ সালে।

প্রতিশোধ নিতে পারবে মিসর:  র‌্যাঙ্কিংয়ে উরুগুয়ে ১৪ নম্বরে, মিসর ৪৫ নম্বরে। দুই দল একটি ম্যাচে এর আগে মুখোমুখি হয়েছিল যেখানে ২-০ গোলে জিতেছিল উরুগুয়ে। আজ প্রতিশোধ নিতে পারবে কি মিসর?

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com