বাংলা৭১নিউজ,ডেস্ক: দিমিত্রি পায়েতের শেষ মিনিটের গোলে ক্যামেরুনের বিপক্ষে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়লো ফ্রান্স। এ জয়ের ফলে আগামী ১০ জনু ঘরের মাঠে ইউরো চ্যাম্পিয়নসশিপের আগে প্রস্তুতিটা ভালোই সারলো দিদিয়ার দেশাম্পের শিষ্যরা।
সোমবার রাতে নান্তসে ফ্রান্স মুখোমুখি হয় আফ্রিকান দল ক্যামেরুনের। আর ম্যাচের ২০ মিনিটে ব্লাইসে মাতুইদির গোলে লিডও নেয় লা ব্লুজরা। তবে মাত্র দুই মিনিট পর ভিনসেন্ট আবুবক্করের শটে সমতায় ফেরে ক্যামেরুণ।
বিরতির আগে দলের হয়ে লিড নেন অলিভার জিরুদ। ম্যাচের ৪১ মিনিটে আর্সেনাল তারকার কল্যাণে ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতির পর ম্যাচের শেষ দিকে (৮৮ মিনিট) এরিক ম্যাক্সিম চোপু-মোটিং ক্যামেরুনের হয়ে গোল করলে ২-২ ব্যবধানে জমে ওঠে খেলা। তবে ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে (৯০ মিনিট) পায়েত দেখান ম্যাজিক। তার দুর্দান্ত গোলেই রোমাঞ্চকর জয় পায় ১৯৯৮ বিশ্ব চ্যাম্পিয়নরা।
বাংলা৭১নিউজ/এসএইস