বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত আব্দুল্লাহ স্বৈরাচার পালিয়ে গেলেও দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভেতরে প্রবেশ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা লামায় অগ্নিসংযোগের ঘটনায় ড. ইউনূসের নিন্দা আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সড়কে পড়ে আছে ফায়ারকর্মী নয়নের হেলমেট ও তাজা রক্ত সচিবালয়ে আগুন: যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ আগুন ৬ তলায় লেগে উপরে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন সৌদিতে সড়কে প্রাণ গেল ময়মনসিংহের দুই যুবকের, পরিবারে শোকের মাতম বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক মুখ্য সচিব নজিবুর কারাগারে প্রশাসন নিরপেক্ষ করতে ‘স্বৈরাচারের দোসরদের’ অপসারণ করুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ নতুন দিগন্ত উন্মোচন করবে বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিকে পুলিশে দিল ছাত্র-জনতা বইমেলায় স্টলের জন্য আবেদন করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত

শেষ বলে জিতল মুস্তাফিজদের হায়দরাবাদ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১১ মে, ২০১৬
  • ১০৪ বার পড়া হয়েছে
বল করছেন কাটার মাস্টার মুস্তাফিজ

বাংলা৭১নিউজ, ডেস্ক: রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে আজ ব্যাটিংটা ভালো হয়নি সানরাইজার্স হায়দরাবাদের।

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৩৭ রান। ১৩৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রানে থামে ধোনির দল। ফলে শেষ ওভারের শেষ বলে ৪ রানের দারুণ এক জয় পায় ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদ।

শেষ ওভারে জয়ের জন্য ১৪ রান প্রয়োজন ছিল পুনের। সেখানে ২০তম ওভারের প্রথম ৫ বলে ১০ রান নিতে পারে রাইজিং পুনে। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। সেখানে অবশ্য কোনো রান নিতে পারেননি বোলার অ্যাডাম জাম্পা। ফলে ৪ রানে হেরে যায় ধোনির দল।

এ জয়ের ফলে ১০ ম্যাচের ৭টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে মুস্তাফিজদের হায়দরাবাদ। অন্যদিকে এই হারের ফলে আইপিএলের চলতি আসর থেকে এক প্রকার বিদায় নিশ্চিত হয়েছে ধোনির দলের।

ব্যাট হাতে পুনের জর্জ বেইলি সর্বোচ্চ ৩৪ রান করেন। ৩০ রান করেন ধোনি। ২৯ রান আসে অশ্বিনের ব্যাট থেকে।

বল হাতে আজ কাটার মাস্টার মুস্তাফিজ ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে কোনো উইকেট পান না। ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন আশিষ নেহরা। একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, স্রান ও হেনরিকোয়েস।

এর আগে হায়দরাবাদের ১৩৭ রানের ইনিংসে সর্বোচ্চ ৩৩ রান আসে শিখর ধাওয়ানের ব্যাট থেকে। ৩২ রান করেন উইলিয়ামসন। ২৩ রান আসে যুবরাজের ব্যাট থেকে। দীপক হুদা করেন ১৪ রান। এ ছাড়া ওয়ার্নার ১১ ও হেনরিকোয়েস ১০ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।

বল হাতে রাইজিং পুনে সুপারজায়ান্টসের অস্ট্রেলিয়ান বোলার অ্যাডাম জাম্পা ৪ ওভারে ১৯ রান দিয়ে রেকর্ড ৬ উইকেট নেন। ফলে ম্যাচসেরার পুরস্কারটি তার হাতেই উঠেছে।

বাংলা৭১নিউজ/সি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com