বাংলা৭১নিউজ, ঢাকা: একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা যাদের মনোনয়ন বাতিল করেন তারা নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন। বৃহস্পতিবার থেকে ওই সব আপিলের শুনানি চলছে। আজ শনিবার শুনানির তৃতীয় ও শেষ দিন।
সর্বশেষ খবর অনুযায়ী আজ যারা আপিলেও মনোনয়ন ফিরে পাননি তারা হলেন-
নেত্রকোনা-১ মো. এরশাদুর রহমান, ময়মনসিংহ-৪ কামরুল ইসলাম মো. ওয়ালিদ, ময়মনসিংহ-৯ আলমগীর কবির, ময়মনসিংহ-৭ এম. এ. রাজ্জাক, নেত্রকোনা- মো. জাকির হোসেন, নেত্রকোনা- ৪ শফি আহমেদ, জামালপুর-৩ মো. মাসুম বিল্লাহ্, ময়মনসিংহ-১১ এস এম আসরাফুল হক, ময়মনসিংহ-৩ মো. সামিউল আলম, কুমিল্লা-৩ আহসানুল আলম কিশোর, কুমিল্লা-১০ মো. রুহুল আমিন চৌধুরী, চট্টগ্রাম-৫ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-১১ মাওলানা আবু সাইদ, ফেনী-৩ আনোয়ারুল কবির, নোয়াখালী-৩ আফতাব উদ্দিন এবং ব্রাক্ষ্মণবাড়িয়া-৩ জামাল রানা।
এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার ৩১০ জনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে প্রার্থিতা ফেরত পেয়েছেন ১৫৮ জন। আর বাতিল হয়েছে ১৪১ জনের প্রার্থিতা। আজ ২৩৩ জনের শুনানি অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মোট ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। গত ২ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের পর নানা কারণে ৭৮৬টি বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।
এদের মধ্যে ৫৪৩ জন তাদের প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন।
উল্লেখ্য, আগামী ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। আর ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সূত্র: পরিবর্তন।
বাংলা৭১নিউজ/জেএস