পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ১৫৮ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে বাংলাদেশ। সেই লক্ষ্য টপকাতে এখন ব্যাট করছে সফরকারী দলটি। ব্যাটে আছেন ব্রাইন বেনেট ও তাদিওয়ানাশি মারুমামি।
এর আগে টসে জিতে স্বাগতিক বাংলাদেশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। শুরুতে মাত্র ১৫ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত ও অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ।
৫০-এর বেশি পার্টনারশিপ দেন এ জুটি। এর মধ্যে মাহমুদুল্লাহ করেন ৫৪ এবং শান্ত করেন ৩৬। শেষ দিকে জাকির আলীর ২৪। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভার থেকে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রানের পুঁজি পায় বাংলাদেশ।
জিম্বাবুয়ের পক্ষে বল হাতে ব্রেসিং মুজারাবানি ২টি, ব্রাইন বেনেট ২টি এবং উয়েলিংটন মাসাকাজা ও লুক জঙ্গু একটি করে উইকেট শিকার করেন।
ইতোমধ্যে পাঁচ ম্যাচের প্রথম চারটিতে জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। আজকের ম্যাচে জিতলে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশের লজ্জায় ডোবাবে টাইগার শিবির।
বাংলা৭১নিউজ/এসএকে