বাংলা৭১নিউজ,ঢাকা: আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদে চতুর্থবারের মতো সংসদনেতা নির্বাচিত হওয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
আজ এক অভিনন্দন বার্তায় এরশাদ বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার এই কৃতিত্ব শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, গণতান্ত্রিক বিশ্বেও বিরল। এটা গণতন্ত্রের জন্যেও সম্মানের বিষয়।’
শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা আরো বেগবান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এরশাদ বলেন, দেশ ও জাতির কল্যাণে বিরোধী দল সব সময় সরকারকে সহযোগিতা করবে।
বাংলা৭১নিউজ/সূত্র:বাসস/একে